আলীকদমে ড্যাব-জেডআরএফ এর যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিল


নিউজ ডেস্ক প্রকাশের সময় :২১ জানুয়ারি, ২০২৬ ১:০৫ : পূর্বাহ্ণ 16 Views

বান্দরবান-৩০০ সংসদীয় আসনের আলীকদম উপজেলার পানবাজার এলাকায় জেলা পরিষদ রেস্ট হাউজ মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) এর যৌথ উদ্যোগে আয়োজিত “ফ্রি মেডিকেল ক্যাম্প,ঔষধ বিতরণ ও দোয়া মাহফিল” আজ সকাল ১০টা হতে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও অত্র আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব বাবু সাচিং প্রু জেরী।সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড‍্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ZRF এর চট্টগ্রাম বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ডা. এস এম সারোয়ার আলম, ড‍্যাবের চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. নুরুল করিম চৌধুরী।উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন অধ্যাপক ডা.জাকির হোসেন,ডা.মো মিনহাজুল আলম,ডা.মোদ্দাচ্ছির রহমান,ডা.মেহেদী হাসান ইমাম,ডা. সালাউদ্দিন স্বপন,ডা.জাহেদুল আলম ইমন,ডা.মো.ইয়াসির আরাফাত,ডা.তরিকুল ইসলাম,ডা.হাসিবুল হাবিব প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন এবং দেশের স্বাস্থ্যখাত উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন।এছাড়া বিএনপির চেয়ারম‍্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা দেশ গঠনের কর্মসূচিতে স্বাস্থ্যখাতে প্রতিশ্রুত বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।উন্নত বিশ্বের আদলে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে রেফারেল পদ্ধতি চালু করা ও প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ প্রতিটি নাগরিকের হেলথ কার্ড প্রদানের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।পরদিন সকাল ১০টা হতে দুপুর ৩টা পর্যন্ত আলীকদম উপজেলাস্হ পানবাজার এলাকায় অবস্থিত জেলা পরিষদ রেস্টহাউজ মাঠে একইভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর