এই মাত্র পাওয়া :

শিরোনাম: বান্দরবানে গণসংহতি আন্দোলনের উদ্যোগে ‘জুলাই যোদ্ধাদের কথন’ শীর্ষক আলোচনা সভা মেধাবী শিক্ষার্থী ছাইনুমে মারমার পাশে দাঁড়লো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ জুলাই পুর্নজাগরণঃ রোয়াংছড়িতে জেলা তথ্য অফিসের আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনী বান্দরবানে মাছরাঙা টেলিভিশনের ১৪তম বর্ষপূর্তি উদযাপিত বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত উক্যছাইং মার্মাকে বিমান বাহিনীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন রোয়াংছড়িতে তরুণকে পাথর ছুড়ে মেরে হত্যাঃ লাশ খালে ফেলে দেওয়ার অভিযোগ জুলাই পুনর্জাগরণ ও জুলাই গণঅভ্যুত্থানঃ বান্দরবানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

লামা পৌর বাস টার্মিনাল উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর


প্রকাশের সময় :৩০ অক্টোবর, ২০১৮ ৫:৫৯ : অপরাহ্ণ 698 Views

বান্দরবান অফিসঃ-পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নবনির্মিত লামা পৌর বাস টার্মিনালের শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুরে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে টার্মিনালের উদ্বোধন করা হয়।

প্রতিমন্ত্রী মঙ্গলবার এক সরকারি সফরে লামায় আসেন। সারাদিন লামায় সরকারের বিভিন্ন দপ্তরের নানা উন্নয়ন কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শন করেন। এসময় তিনি নুনারবিল মডেল, কুমারী রাঙ্গাঝিরি ও সরই হাছনা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল কর্মসূচীর উদ্বোধন, লাইনঝিরি বিএটিবি’র ব্যবস্থাপনায় চাষীদের মাঝে উন্নত বীজ বিতরণ, লামা পৌরসভার মধুঝিরিস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের উদ্বোধন, লামা পৌর বাস টার্মিনালের উদ্বোধন ও নুনারবিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং এক অভিভাবক সমাবেশে যোগ দিয়ে বক্তব্য রাখেন।

লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো, আবু হাসান ছিদ্দিক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক আব্দুল আজিজ, সাবেক বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান মংক্যচিং মার্মা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. ইসমাইল, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, তিংতিং ম্যা, ফাতেমা পারুল, মোস্তফা জামাল, মোজাম্মেল হক বাহাদুর, নুনারবিল মডেল স্কুলের এসএমসি সভাপতি কাউন্সিলর মো. সাইফুদ্দিন, প্রধান শিক্ষক জাহেদ সারোয়ার সহ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, উন্নত দেশের কাতারে পৌঁছাতে সরকার পরিকল্পিত উন্নয়ন করছে। সরকারের এই উন্নয়নের সাথে জনগণকেও এগিয়ে আসতে হবে। সরকারের একার পক্ষে উন্নয়ন সম্ভব নয়। লামা উপজেলায় গত অর্থবছরে ১৫১ কোটি টাকার উন্নয়ন করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। এছাড়া আরো বিভিন্ন দপ্তরের ২শত কোটি টাকার অধিক উন্নয়ন কাজ চলমান রয়েছে। আজ দেশের দারিদ্রতার সীমা কমে ২২ শতাংশে পৌঁছেছে। বর্তমান শিক্ষা বান্ধব সরকারের যুগোপযোগি কার্যক্রমের কারণে বান্দরবানে শিক্ষার হারে সারাদেশের মধ্যে ৩০তম স্থানে এসেছে। বান্দরবানে ৭টি উপজেলা, ২টি পৌরসভা, ৩৩টি ইউনিয়ন ও ১৫০০ গ্রামের প্রত্যেকটি স্থানে উন্নয়নের ছোঁয়া লেগেছে। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে তিনি আবারো নৌকা মার্কায় ভোট চান।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
August 2025
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!