শিরোনাম: “সুপার ক্যারাভান-ভোটের গাড়ি” কার্যক্রম উদ্বোধন করলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নরিয়েগা,সাদ্দাম,গাদ্দাফি ও মাদুরো: রাজনীতির রক্তাক্ত অধ্যায়ে আজ মিত্র কাল শত্রু নিষিদ্ধ ঘোষিত হাইড্রলিক হর্ণ ব্যবহার বন্ধে মোবাইল কোর্ট পাহাড়ে শহীদ জিয়া স্মরণে ফুটবল টুর্নামেন্টঃ চিম্বুক পাড়া যুব উন্নয়ন সমিতি চ্যাম্পিয়ন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বান্দরবানে নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত বান্দরবানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

লামায় যৌথবাহিনীর উপর ইটভাটা মালিক-শ্রমিকদের হামলা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২১ নভেম্বর, ২০২৫ ৪:৫২ : অপরাহ্ণ 152 Views

বান্দরবানের লামায় ইটভাটায় অভিযানে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিক ও স্থানীয় লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২ টার দিকে চকরিয়া– মানিকপুর সড়কের পাহাড়তলী এলাকায় এ সংঘর্ষ হয়।ধাওয়া–পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় বিজিবি ও পুলিশের অন্তত সাত সদস্য আহত হন। শ্রমিকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে,নারী–শিশুসহ ৫০ জনের বেশি শ্রমিক আহত হয়েছেন।এর মধ্যে ২০ জনের বেশি হাসপাতালে চিকিৎসাধীন।সংঘর্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট,পুলিশ,বিজিবি ও ট্রাকসহ মোট ছয়টি গাড়ি ভাঙচুর করা হয়।ঘটনাস্থল থেকে ইটভাটার আট শ্রমিককে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।গত চার দিন ধরে ইটভাটায় অভিযানে গেলে প্রশাসন বাধার মুখে পড়ছে বলেও জানা গেছে।ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ান উল ইসলাম,আলীকদম সেনা জোনের উপঅধিনায়ক মেজর হাফিজ,সহকারী ম্যাজিস্ট্রেট (লামা) রুবায়েত আহমেদ এবং লামা থানার ওসি তোফাজ্জল হোসেন।অভিযানে সেনাবাহিনী,পুলিশ,বিজিবি,ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তর অংশ নেয়।সহকারী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ বলেন, ‘ইটভাটা মালিক ও শ্রমিকরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করেছে।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাহিনীর গাড়ি ভাঙচুর করেছে।অনেকে আহত হয়েছেন।’ শ্রমিকদের দাবি, সংঘর্ষে তাদের ৫০ জনের বেশি আহত হয়েছেন এবং আটকের ঘটনাও ঘটেছে।শ্রমিকদের বাধার মুখে অভিযান শেষে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ত্যাগ করে।এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষের ঘটনায় মামলা রুজু করেছে প্রশাসন।আসামীদের গ্রেফতারে চলছে সাড়াশি অভিযান।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর