

বছরের শুরুর দিনেই বান্দরবানের লামায় পাঠ্যপুস্তক উৎসব শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় থেকে দিনব্যাপী উপজেলার মাধ্যমিক-প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসায় শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি।বই বিতরণের পর নতুন বই হাতে পেয়ে অত্যান্ত খুশি শিক্ষার্থীরা। একযোগে উপজেলার ৮৫টি প্রাথমিক বিদ্যালয়, ২৯টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, লামা পৌর মেয়র জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসার সহ প্রমূখ।