

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে ইটভাটায় অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত মোবাইল কোর্টে এবিসি-২,বিবিএম,৪ বিএম ও এসএসবি ইটভাটা’কো বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন (সংশোধন),২০১৯ প্রতি ইটভাটাকে ২ লাখ টাকা করে ৪টি ইটভাটা মালিককে মোট ৮ লক্ষ টাকা জরিমানা করেন।লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মঈন উদ্দিন।সহযোগিতা ছিলেন ফাইতং পুলিশ ফাঁড়ি ইনচার্জ জাবেদ মাহমুদ।এসময় ইউএনও মো.মঈন উদ্দিন জানান,পাহাড় কাটা ও ইট প্রস্তুত অপরাধে পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর।এসব অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে পরিবেশ রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।যেখানেই অবৈধ পাহাড় কাটা তথ্য পাওয়া যাবে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে জরিমানা করে এবং পরিবেশ রক্ষায় ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।







