

বান্দরবানের লামা উপজেলায় ৮ মাসের অন্তঃস্বত্ত্বা এক নারীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে আর এই ঘটনায় ভুক্তভোগীর দেওয়া তথ্যমতে সোমবার (১ সেপ্টেম্বর) সকালে অভিযুক্ত ২ জনকে আটক করেছে লামা থানা পুলিশের সদস্যরা।রোববার (৩১ আগস্ট) রাতে লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মুসলিম পাড়ায় এই ঘটনা ঘটে বলে ভুক্তভোগী অভিযোগ করে।আটককৃতরা হলেন,লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়ার বাসিন্দা মো.সোলেইমানের ছেলে মো. ফয়সাল (২১) এবং একই এলাকার ইসহাক সর্দারের ছেলে মো.রাব্বি (২১)।ভুক্তভোগীর স্বামী জানান,তিনি অনেক রাত পর্যন্ত বাগানের কাজে খামার বাড়িতে ছিলেন।রোববার রাত ৯টা থেকে ১০টার মধ্যে এই ঘটনা ঘটে।বাড়িতে একা থাকার সুযোগে তার অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে গণধর্ষণ করে দুই যুবক।পরে বাড়িতে আসলে স্ত্রী বিষয়টি জানালে রাতেই লামা থানা পুলিশের অফিসার ইনচার্জকে ঘটনাটি অবহিত করি এবং আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করি।লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন জানান,ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় আনা হয়েছে,তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংরক্ষণ করা হয়েছে।আটক দুই যুবককে আদালতে প্রেরণের কার্যক্রম চলমান রয়েছে।