শিরোনাম: পার্বত্য অঞ্চলে সাধারন মানুষের সু-চিকিৎসা নিশ্চিতে কাজ করছে সেনাবাহিনীঃ লেঃ কর্নেল এ এস এম মাহমুদুল হাসান ধর্ষণের দায়ে আপুই মং মারমা নামে এক ব্যক্তির যাবজ্জীবন বান্দরবান সদর থানা পুলিশের প্রচেষ্টায় ২২ স্মার্ট ফোন উদ্ধারপূর্বক মালিকদের হাতে তুলে দিলো পুলিশ সুপার সৈকত শাহীন ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ৯ ভূমি মালিক পেলেন এমআইসিআর চেক আলীকদমে ঈদুল ফিতরের উপহার সামগ্রী বিতরন করলো সেনাবাহিনী বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত বান্দরবান সেনা জোন আয়োজিত ভলিবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত স্বাধীনতা দিবসে সেনাবাহিনীতে ৫১ জনকে অনারারি কমিশন

রোয়াংছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন


সিএইচটি টাইমস অনলাইন প্রকাশের সময় :১৮ ডিসেম্বর, ২০১৯ ৪:৪০ : পূর্বাহ্ণ 413 Views

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা প্রশাসনের বর্ণিল আয়োজনে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে কুচকাওয়াজ প্যারেড গ্রাউন্ডে জাতীয় সঙ্গীত পরিবেশন,জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়ানো মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা। 

প্রথম পর্বে দিবসটি উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে জাতি বর্ণ ও দলমত নির্বে শেষে লাখো শহীদদের প্রতি স্বরণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, রোয়াংছড়ি সেনাবাহিনী, রোয়াংছড়ি প্রেস ক্লাব, রোয়াংছড়ি থানা পুলিশ, আনসার ও ভিডিপি, রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, গ্রাম পুলিশের সদস্য, রোয়াংছড়ি উপজেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবক লীগ, কৃষক লীগ।

এছাড়া রোয়াংছড়ি উপজেলা ৪নং নোয়াপতং ইউনিয়নে চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা উদ্যোগে পরিষদের সকল সদস্য, সদস্যা ও ইউপি সচিবকে নিয়ে কানাইজো পাড়া এলাকায় মুক্তিযোদ্ধা শহীদ টিএম আলী বীর প্রতীক কবরে পুষ্পমাল্য অর্পণ করেন।

সোমবার সকাল (১৬ ডিসেম্বর) দ্বিতীয় পর্বে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠানে নির্বাহী অফিসার মো: মেহেদী হাসান এর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা।

এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মো: শামসুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইংচিংপ্রু মারমা, রোয়াংছড়ি ক্যাম্প কমান্ডার মো: আকিব, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, নোয়াপতং ইউপি চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা, রোয়াংছড়ি থানা অফিসার ইনর্চাজ (ওসি) মো: শরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার এসএম জাকারিয়া হায়দার, সমাজ সেবা অফিসার বরুন দে, রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: আবদুস সবুর, ইনস্ট্রাক্টর মো: মোমিনুল ইসলাম, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো: কামাল হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়ক সুফল চাকমা, একাডেমিক সুপারভাইজার নুরনবী।
অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধা মো: শামসুল ইসলামকে সংবর্ধনা ও যেমন খুশি তেমন সাজ, ক্রিড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক ও নৃত্য পরিবেশনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
March 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
26272829  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!