মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং আজ শুক্রবার প্রথম সফরে যাচ্ছেন রোয়াংছড়িতে


বান্দরবান অফিস প্রকাশের সময় :১ ফেব্রুয়ারি, ২০১৯ ২:২০ : অপরাহ্ণ 804 Views

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বান্দরবানের রোয়াংছড়িতে আজ প্রথম সফর আগমণ উপলক্ষে পুরোদমে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সূত্রে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর ২০১৮ইং অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বান্দরবান ৩০০ নং আসন থেকে বীর বাহাদুর উশৈসিং সংসদ সদস্য নির্বাচিত হন। ৬ জানুয়ারী ২০১৯ইং নতুন সরকার মন্ত্রী পরিষদ গঠন করলে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। নতুন সরকারের মন্ত্রীত্ব দায়িত্ব পাওয়ার পর এ প্রথম সফরে যাচ্ছেন রোয়াংছড়িতে। রোয়াংছড়ি উপজেলা বাসির প্রিয় নেতা পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সাথে সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন স্থানীয় এলাকাবাসীরা।
দলীয় সূত্রে জানা গেছে, পার্বত্য মন্ত্রীর প্রথম সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। প্রথম সরকারি সফরে এসে রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে পারিবারিক ভাবে ধর্মীয় কৌশল কর্ম সম্পাদন সহ সরকারি বিভিন্ন কর্মসূচী পরিদর্শন ও দলীয় কর্মসূচীতে অংশগ্রহণ করা কথা রয়েছে।
এসময় বান্দরবান ইউনিট উন্নয়ন বোর্ডের উপসহকারি প্রকৌশলী মো: এরশাদ বলেন, মন্ত্রীর এ সফরকে ঘিরে উন্নয়ন বোডের্র ৪৮ কোটি টাকা ব্যয়ের রোয়াংছড়ি উপজেলা-রুমার উপজেলা সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!