
রোয়াংছড়ি উপজেলায় বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট"২৬ উপলক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের (প্রিজাইডিং অফিসার,সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার) দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৫ জানুয়ারি) রোয়াংছড়ি কলেজ হলরুমে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক ও ৩০০ নং আসনের নির্বাচনী রিটার্নিং কর্মকর্ত শামীম আরা রিনি।রোয়াংছড়ি উপজেলা নির্বাচন কার্যালয় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার মো.আবদুর রহমান।রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা তাজমিন আলম তুলি এর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া দত্ত,জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল আলমসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।এসময় বক্তারা বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট'২০২৬ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে।ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সততা,নিষ্ঠা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে ভোটারদের আস্থা অর্জন করতে হবে।নির্বাচনকালীন যেকোনো পরিস্থিতিতে আন্তরিকতা এবং সমন্বয়ের ভিত্তিতে সুষ্ঠ এবং দক্ষতার সাথে ভোট গ্রহন কার্যক্রম সম্পন্ন করতে হবে।নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান বক্তারা।নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট,ঢাকা এর বাস্তবায়নে আয়োজিত কর্মশালায় নির্বাচন সংশ্লিষ্ট স্থানীয় বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তা ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2026 Chttimes.com. All rights reserved.