

জুলাই পুর্নজাগরণ অনুষ্ঠানমালা-২৫ এর অংশ হিসেবে বান্দরবান জেলা তথ্য অফিস মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) রোয়াংছড়ি উপজেলার রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ও রোয়াংছড়ি কলেজ এ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে। চলচ্চিত্র প্রদর্শনীর এ কার্যক্রম গত ১৩ জুলাই”২৫ শুরু হয় এবং তা আগামী ০৫ আগস্ট পর্যন্ত চলবে।বান্দরবান জেলার বিভিন্ন স্কুল,কলেজ,মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে এ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।চলচ্চিত্র প্রদর্শনী কার্যক্রমের আওতায় জুলাই আন্দোলন ও জুলাই গণহত্যা নিয়ে নির্মিত জুলাই অনির্বাণ, শ্রাবণ বিদ্রোহ, লেখা আছে অশ্রু জলে,বীর চট্টলা, গণমুক্তি অনিবার্য,জুলাই বিষাদ সিন্ধু,Mother of July,একটি স্বপ্নের জন্য,আধাঁর পেরিয়ে,জুলায়ের চিঠি ও চাঁদ আকাশের গল্প শীর্ষক ইত্যাদি চলচ্চিত্র/ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।বান্দরবান জেলা তথ্য অফিসার মো.মিজানুর রহমান এর সার্বিক তত্বাবধানে এসব কর্মসূচি পালন করছে।এক প্রেস বিজ্ঞপ্তিতে বান্দরবান জেলা তথ্য অফিস দিবস ঘিরে এসব আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছে।