

বান্দরবানের রুমা উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে লুম্বিনী লিমিটেড।শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিষ্ঠানটি উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করে।সোমবার (৫ জানুয়ারি) দুপুরে রুমা উপজেলার ২নং সদর ইউনিয়নে রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে গ্রাম ও পাড়ায় অসহায়, দরিদ্র ও বয়স্ক ২৯০জন মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।এ সময় বান্দরবানে মেঘলা এলাকায় লুম্বিনী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহ্ সুলতান উদ্দিন ইকবাল (অব:) আয়োজনে সভাপতিত্বে উপস্থিত ছিলেন ৩৬ বীর রুমা জোনের ব্যবস্থাপনায় বিএ-১০১৩৩ ক্যাপ্টেন নেওয়াজ মোর্শেদসহ আরো অনেকে।লুম্বিনী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘব করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং লুম্বিনী লিমিটেডের প্রতি কৃতজ্ঞতা জানান।স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন,এমন মানবিক কার্যক্রম শীতার্ত মানুষের জন্য বড় সহায়তা।







