

পাহাড়ি উপজেলা রুমার প্রত্যন্ত পাড়ায় নির্বাচনি প্রচার চালিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী।সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৮টায় দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে রুমা-রোয়াংছড়ি সীমানাবর্তী খিয়াং জনগোষ্ঠীর খামতাম পাড়া থেকে দিনব্যাপী নির্বাচনি প্রচার শুরু করেন।এসময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক মো.ওসমান গনি,সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মাবুদ,মশিউর রহমান মিটনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।এসময় পাহাড়ি ও বাঙালি সব জনগোষ্ঠীর মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে প্রতিটি পাড়া।প্রচারকালে রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন,দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের মানুষ উন্নয়ন বঞ্চনা,অধিকার হরণ ও নিরাপত্তাহীনতায় ভুগছে।এসব সমস্যার স্থায়ী সমাধানে পাহাড়ি-বাঙালি সব জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে বিএনপি একটি শান্তিপূর্ণ ও উন্নত পাহাড় গড়ে তোলার জন্য কাজ করবেন।
স্থানীয় বাসিন্দারা বলছেন,দুর্গম এলাকায় একজন প্রার্থীর স্বশরীরে উপস্থিত হয়ে কথা বলা তাদের কাছে আশার নতুন আলো জ্বালিয়েছে।তারা আশা করছেন,এবার পাহাড়ের মানুষের কণ্ঠস্বর জাতীয় পর্যায়ে আরও জোরালোভাবে তুলে ধরা হবে।প্রচার শেষে বিভিন্ন পাড়ায় পথসভা ও গণসংযোগ করেন বিএনপির প্রার্থী।পাহাড়ি ঢোল,বাদ্যযন্ত্র আর স্লোগানে উৎসবমুখর পরিবেশে শেষ হয় দিনের প্রচার।







