এই মাত্র পাওয়া :

রাঙামাটি-চট্টগ্রাম রুটের সাপছড়িস্থ দেপ্পোছড়ি এলাকায় গণডাকাতি


প্রকাশের সময় :৪ মে, ২০১৭ ৬:৪৬ : অপরাহ্ণ 616 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-মধ্যরাতে ভারী অস্ত্র-সস্ত্র নিয়ে রাঙামাটি-চট্টগ্রাম রুটের সাপছড়িস্থ দেপ্পোছড়ি এলাকায় পাহাড়ি সন্ত্রাসীরা ১৫টি গাড়িতে গণহারে ডাকাতির ঘটনা ঘটিয়েছে।বুধবার দিবাগত রাত ১২টা থেকে সাড়ে ১২টার সময় পর্যন্ত চলা এই গণডাকাতির সময় রাস্তার উপর চলাচলকারি এসব গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ১৫/২০ জনের একটি দল বিপুল পরিমান মোবাইল সেট-নগদ টাকাসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে পাশ্ববর্তী জঙ্গলের দিকে চলে গেছে বলে ভূক্তভোগীরা জানিয়েছে।এসময় বেশ কয়েকজনকে শারিরিকভাবে মারধরও করেছে উপজাতীয় অস্ত্রধারী সন্ত্রাসীরা।হামলাকারিরা সকলেই উপজাতীয় সম্প্রদায়ের বলে জানিয়েছে ঘটনার শিকার অন্তত ২০জন ভূক্তভোগী।কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন,আমরা ঘটনাস্থলে তাৎক্ষনিকভাবে এসেছি।তিনি জানান,পণ্যবাহি ও যাত্রীবাহি এসব গাড়ির ভেতরে থাকা চালক-হেলপার ও যাত্রী সাধারনের কাছ থেকে পাহাড়ি সন্ত্রাসীদের একটি গ্রুপ অতর্কিতভাবে হামলা চালিয়ে ১০/১২টি গাড়ি থামিয়ে কোনো কিছু বুঝে উঠার আগেই আরোহীদের সঙ্গে থাকা টাকা-পয়সা ও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে।আমরা উক্ত এলাকায় অভিযান পরিচালনা করছি।এদিকে নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মধ্যরাতে এই ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই সেনাবাহিনীর বড় একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।ঘটনাস্থল ও আশে-পাশের এলাকায় সন্ত্রাসীদের ধরতে যৌথবাহিনীরা সদস্যরা অভিযান পরিচালনা করছে বলেও জানিয়েছেন দায়িত্বশীল একজন কর্মকর্তা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর