এই মাত্র পাওয়া :

শিরোনাম: বান্দরবানে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ বান্দরবান বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান বিএনকেএস এর উদ্যোগে টেকনাফের ক্যাম্প-২২ এ শিশু শিক্ষার্থীদের নিয়ে বর্ণিল আয়োজনে স্বাক্ষরতা দিবস উদযাপিত ঢাকায় পার্বত্য উপদেষ্টার সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রদূতদের সাক্ষাৎ বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে শুভ মধু পূর্ণিমা উদযাপিত বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ক্ষুদে বিজ্ঞানীদের প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার বান্দরবানে ১ পুলিশ সদস্যের আত্মহত্যা চেষ্টা

পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে করোনা টিকা প্রদান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৩ ডিসেম্বর, ২০২১ ১২:০৩ : পূর্বাহ্ণ 541 Views

রাঙামাটিতে প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে বসবাসকারী পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে করোনা টিকা প্রদান করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় এ টিকা কার্যক্রম পরিচালনা করা হয়।

গত বৃহস্পতিবার রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলার অন্তর্গত দুমদুম্যা ইউনিয়নের ২, ৩, ৪ নম্বর ওয়ার্ডের বগাখালী এলাকায় এ টিকাদান কার্যক্রমে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে বাংলাদেশ সেনাবাহিনী।

এদিন কোভিড-১৯ টিকা কার্যক্রমের অংশ হিসেবে দ্বিতীয় ডোজের টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে বসবাসকারী পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে কোভিড-১৯ দ্বিতীয় ডোজের টিকা প্রয়োগের জন্য হেলিকপ্টারের সহায়তায় নেয়া হয়।

ওই এলাকা অত্যন্ত দুর্গম এবং যোগাযোগ ব্যবস্থা খুবই দুরূহ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারের সহায়তায় কোভিড-১৯ টিকা কার্যক্রমের অংশ হিসেবে দ্বিতীয় ডোজের এই টিক পৌঁছে দেয়া হয়।

এ টিকাদান কার্যক্রমে অংশগ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারামেডিক, উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার, থানা স্বাস্থ্য অফিসার ও কর্মীগণ। এ সময় প্রায় ৪০০ জনকে করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!