পার্বত্য মন্ত্রণালয়ের সাথে আওতাধীন সংস্থাসমূহের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত


সিএইচটি টাইমস অনলাইন প্রকাশের সময় :২৩ জুন, ২০১৯ ৫:১৪ : অপরাহ্ণ 994 Views

আজ রোববার ২৩জুন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের সাথে এর আওতাধীন ৬টি সংস্থার ২০১৯-২০২০ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়।মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো: মেসবাহুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।তার সাথে ভারত প্রত্যাগত শরনার্থীদের প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীন উদ্বাস্তুদের নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সংক্রান্ত টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা,বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা নির্মল কান্তি চাকমা নিজ সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সচিব বলেন,একটি উন্নত সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম বিনির্মাণে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি একটি মাইলফলক।সীমিত সম্পদের পরিকল্পিত উন্নয়নের জন্য আবাসিক বিদ্যালয় তৈরী,সুপেয় পানির ব্যবস্থা, মিশ্র ফলজ বাগান সৃজন,খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ,কর্মসংস্থান তৈরী তথা ভৌত অবকাঠামোগত বিষয়সমূহ অগ্রাধিকার দিতে হবে।তিনি আরো বলেন,পার্বত্য অঞ্চলে টেকসই উন্নয়নের জন্য সংশ্লিষ্টদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে স্বাক্ষরিত এ চুক্তি ফলপ্রসু হবে।সাথে সাথে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জণে সমন্বিতভাবে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। তিনি নির্ধারিত সময়ে সকল কাজ শেষ করার জন্য সংস্থা প্রধানদের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থা সমূহের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা এএইচএম জুলফিকার আলী পাঠানোর প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর