নানা অনিয়মের অভিযোগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে অভিযান পরিচালনা করলো দুর্নীতি দমন কমিশন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২০ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৫১ : অপরাহ্ণ 416 Views

টেন্ডারবাজি,ঘুষ গ্রহণসহ নানা অভিযোগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে (রাপাজেপ) দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে।গত বুধবার (১৭সেপ্টেম্বর) সকালে দুদক’র রাঙামাটি জেলার উপ-পরিচালক মো. জাহিদ কালাম’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনাকালে মো.জাহিদ কালাম বলেন,রাঙামাটি জেলা পরিষদের বিরুদ্ধে টেন্ডারবাজি,ঘুষ গ্রহণ,বিল আটকিয়ে চাঁদাবাজি, কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে হেড অফিস থেকে আমাদের উপর দায়িত্ব প্রদান করেছে যাতে আমরা অভিযান পরিচালনা করি।আমরা সরেজমিনে এসে দেখেছি কর্মক্ষেত্রে বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত রয়েছে।নানা অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন রেকর্ডের তথ্য চেয়েছি তাদের কাছে। তবে তারা বেশিরভাগ তথ্য দাখিল করতে ব্যর্থ হয়েছেন।জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নানা অভিযোগের ব্যাপারে মো.জাহিদ কালাম বলেন,তার বিরুদ্ধে একটি ফাইল অনুসন্ধান করা হচ্ছে।এখনকার যেসব অভিযোগগুলো আসা শুরু হয়েছে আমরা সেগুলো যাচাই করবো।তিনি আরও বলেন,জেলা পরিষদের ১৬টি বিষয়ে অভিযোগ রয়েছে। যেমন-বাজারফান্ড,হাঁস-মুরগী খামার,যুব উন্নয়ন অধিদপ্তর, সমবায় অধিদপ্তর,সমাজ সেবা, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, নিয়োগ বাণিজ্য,পদায়ন বাণিজ্যসহ একাধিক বিষয়ে অভিযোগ রয়েছে।রেকর্ডপত্রে যেখানে গরমিল পাওয়া যাবে সেই ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।এসময় দুদকের রাঙামাটি কার্যালয়ের সহকারী পরিচালক আহমদ ফরহাদ হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর