

বাংলাদেশ সংবিধানের সাঙ্গে সাংঘর্ষিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাতিল ও চার দফা দাবীতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) সংবাদ সম্মেলন করেছে।সোমবার (১ ডিসেম্বর) দুপুরে শহরের বনরূপা এলাকার রেস্তোরাঁয় পিসিএনপি এই দাবী করেছেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পিসিএনপি চেয়ারম্যান কাজী মো.মজিবর রহমান বলেন,বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্ব,অখন্ডতা এবং সংবিধানের মৌলিক কাঠামোর সুরক্ষার স্বার্থে আমরা ১৯৯৭ সালের তথাকথিত ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি’ অবিলম্বে বাতিল করার জোর দাবি জানাছি। চুক্তি স্বাক্ষরের ২৮ বছর পেরিয়ে গেলেও এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আসেনি।উল্টো,চুক্তির শর্তাবলি বাংলাদেশের মূল সংবিধানের সাথে বহুলাংশে সাংঘর্ষিক ও বৈষম্যমূলক হওয়ায় পাহাড়ের পরিস্থিতি আরও জটিল ও নিরাপত্তাহীন হয়ে উঠেছে।দাবি গুলো হলো–
১। সংবিধানের সাথে সাংঘর্ষিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি অবিলম্বে বাতিল বা সংবিধানসম্মত উপায়ে পুনর্মূল্যায়ন করে সংশোধন করতে হবে।
২। পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী সকল নাগরিকের জন্য সমান রাজনৈতিক,অর্থনৈতিক ও ভূমি অধিকার নিশ্চিত করতে হবে,যেখানে কোনো জাতিগোষ্ঠীর জন্য কোনো বিশেষ সুবিধা থাকবে না।
৩। পাহাড়ে সক্রিয় সকল সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর অবৈধ অস্ত্র উদ্ধার করে তাদের নির্মূল করতে হবে এবং চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।৪। জাতীয় নিরাপত্তার স্বার্থে পার্বত্য অঞ্চলে প্রত্যাহার করা সকল নিরাপত্তা বাহিনীর ক্যাম্প পুনঃস্থাপন করতে হবে।
সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপি’র কেন্দ্রীয় মহাসচিব শাব্বির আহমেদ। আরো উপস্থিত ছিলেন পিসিএনপি’র কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র সহ-সভাপতি প্রফেসর আবু তাহের,স্থায়ী কমিটির সদস্য ও পিসিএনপি’র রাঙ্গামাটি জেলা সভাপতি মো. সোলায়মান,সহ-সভাপতি মাওলানা আবু বক্কর,স্থায়ী কমিটির সদস্য ও খাগড়াছড়ি জেলা সভাপতি মো.লোকমান হোসাইন, স্থায়ী কমিটির সদস্য এম.রুহুল আমিন,পিসিএনপি’র কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো.শাহজালাল,রাঙ্গামাটি জেলা পিসিএনপি সাধারণ সম্পাদক ডা: মুহাম্মদ ইব্রাহিম,ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য হাবীব আজম,যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুর হোসেন সহ অন্যানয় নেতৃবৃন্দ।







