

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-লংগদু যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়নের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি,বাঙালীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, গণগ্রেফতার বন্ধ ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদের উদ্যোগে হরতাল আহবান করা হয়েছে।পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ রাঙামাটিতে সকাল সন্ধ্যা,বান্দরবানে অর্ধদিবস হরতাল পালনের কথা জানায়।খাগড়াছড়িতে প্রশাসনের অনুরোধে প্রত্যাহার করা হয় হরতাল।হরতালের সমর্থনে গতকাল সন্ধ্যায় রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য নাগরিক পরিষদ ও বাঙালী ছাত্র পরিষদ।বিক্ষোভ মিছিলটি কাঁঠালতলী থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিণ করে শহরের বিভিন্ন মোড় ঘুরে বনরুপায় শেষ হয় ও পরে সেখানে সমাবেশ করে।বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে যুগ্ন-সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন,বাঙালী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,যুগ্ন-সাধারণ সম্পাদক তুহিন, মানিক,পার্বত্য শ্রমিক পরিষদের আহব্বায়ক রাসেল ইসলাম সাগর প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি ঘটে যাওয়া লংগদুর পাহাড়ীদের ঘরে আগুন দেওয়াকে কেন্দ্র করে লংগদু উপজেলার নির্দোষ বাঙালিদের গণহারে গ্রেফতার করা হচ্ছে। সমাবেশ থেকে প্রশাসনের গণহারে গ্রেফতারের প্রতি নিন্দা ও প্রতিবাদ জানান এবং গ্রেফতারকৃত বাঙালিদের নি:শর্ত মুক্তির দাবী জানান।বাঙালী ছাত্র পরিষদের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম জানান,খাগড়াছড়িতে হরতাল প্রত্যাহার করা হলেও রাঙামাটিতে হরতাল পালিত হবে।পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহবায়ক আব্দুল মজিদ জানান,নয়ন হত্যা মামলার আসামীদের গ্রেফতার করায় এবং প্রশাসনের অনুরোধে খাগড়াছড়িতে হরতাল প্রত্যাহার করা হয়েছে।বাকি দুটি জেলার সাথে আমাদের কথা হয়নি,তবে সেখানে হরতাল পালন করা হবে।