শিরোনাম: চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে মোবাইল কোর্ট বান্দরবানে আলেম সমাজের সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে উদযাপিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস জেলা প্রশাসক মেধাবৃত্তি,বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সেনা জোনের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতামূলক কর্মসূচি বান্দরবানে জামায়াতে ইসলামীর বিশাল কর্মী ও সুধী সমাবেশে দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক সহায়তাঃ সুস্থ হয়ে ফিরছে ১১ বছরের জিংক থান ময় বম

ইউপিডিএফ ধৃষ্ঠতা আর দুঃসাহস


প্রকাশের সময় :৯ জানুয়ারি, ২০১৮ ৯:৫৯ : পূর্বাহ্ণ 829 Views

সিএইচটি টাইমস নিউ ডেস্কঃ-ইউপিডিএফ এর সাহস কত্ত বড়,তাঁরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক হয়ে কিনা বিজিবি খাগড়াছড়ির একজন জেনারেল এর সরকারি গাড়ি ভাঙ্গাচুর করেছে,না এটা মেনে যায়না/আমি এটা মানতে পারছিনা,এদেরকে যদি আমি এখন বাস্টার্ড বলি তাহলে খুব বেশী অন্যায় হবে,প্রশ্নটা আপনাদের কাছে নয় প্রশ্নটা আপনাদের বিবেক এর কাছে,অথচ এই পার্বত্য অঞ্চলের সীমান্ত রক্ষার অতন্দ্র প্রহরী বিজিবি সদস্যরা মাথার ঘাম পায়ে ফেলে অবিরাম কাজ করে যাচ্ছে পার্বত্য অঞ্চলের ভৌগলিক সীমান্ত রক্ষায়।পার্বত্য অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যাবস্থা থেকে শুরু করে দুর্গম পাহাড়ি জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কিনা করছে এই বিজিবি সদস্যরা???এই বিজিবি গরীব দুখী সাধারণ উপজাতীয় জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে কি না করছে???না,আমি এটা কোনও ভাবেই মন থেকে মেনে নিতে পারছিনা,এদের এই লাগামহীন গোয়েবলসীয় অপরাজনীতির রাশটা এখনই টুটি চেপে না ধরলে আমি নিশ্চিত করে বলতে পারি আজকে একজন বিজিবির ব্রিগেডিয়ার জেনারেল এর গাড়ি ভাঙ্গাচুর এর ধৃষ্টতা দেখিয়েছে,আগামীকাল তারা জিওসি অর্থাৎ মেজর জেনারেল এর গাড়ি ভাঙ্গাচুর করার ধৃষ্টতা দেখাবে।মিঠুন চাকমা নির্মমভাবে হত্যাকাণ্ডের স্বীকার হয়েছে তাই বলে আন্দোলন করছে ইউপিডিএফ কিন্তু তার মানেতো এইনা একজন ব্রিগেডিয়ার জেনারেল এর ব্যাবহ্রত গাড়ি ভাঙ্গাচুর করবে তাও আবার যিনি খাগড়াছড়ি বিজিবির আঞ্চলিক সহকারী কমান্ডার এর গাড়ি।হ্যাঁ ইউপিডিএফ তারা তাদের কর্মী হত্যার প্রতিশোধের বহিপ্রকাশ ঘটাবে তাই বলে শান্তি শৃঙ্খল সেবা পরিদপ্তরের দায়িত্বে নিয়োজিত বিজিবির আঞ্চলিক কমান্ডার কেনও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে।প্রশাসনের উচিৎ এইসব ফালতু আঞ্চলিক রাজনৈতিক নেতা নামধারী সন্ত্রাসীদের চিহ্নিত করে এখনই আইনের আওতায় নিয়ে আসা।এরা বাংলাদেশ এর স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর কিংবা বিজিবির গাড়িই ভাঙ্গাচুর করেনি,এরা বাংলাদেশের বর্ডার গার্ড রেজিমেন্ট তথা বিজিবির গৌরবোজ্জ্বল ইতিহাস কে চুর্ণ বিচুর্ন করছে।এইভাবে আর কত,এসব বন্ধ করা প্রশাসনের দায়িত্ব এবং আমার ব্যাক্তিগত প্রত্যাশা প্রশাসন এটাকে গুরুত্ব দিয়েই বিবেচনা করবে।উল্লেখ্য,গত ৭ জানুয়ারী রবিবার খাগড়াছড়ি তে অবরোধ চলাকালে বিজিবির দক্ষিণ-পূর্ব রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল আনিসুর রহমানকে বহনকারী গাড়িসহ দুটি পাজেরো ও দুটি পিকআপ খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে ফিরছিল।গাড়ি বহর খাগড়াছড়ির আলুটিলা পুনর্বাসন এলাকায় পৌঁছলে পুনর্বাসন যাত্রী ছাউনির পাশের পাহাড় থেকে অবরোধ সমর্থক ৫/৭জন যুবক তাদের লক্ষ্য করে ইটপাটকেল ও গুলতি মারে।এতে বিজিবির দক্ষিণ-পূর্ব রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল আনিসুর রহমানকে বহনকারী পাজেরো গাড়ির ডান পাশের গ্লাস ভেঙে যায়।এসময় অপর পাজেরোটির পেছনের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়।তবে এসময় গাড়িতে থাকা কেউ আহত হয়নি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!