

গৌরবের অগ্রযাত্রায় ১১বছর পুর্তি ও ১২ বছরে পদার্পন করতে যাচ্ছে অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকম।২০১৪ সালের ১৯ আগস্ট বান্দরবান জেলা ও সাত উপজেলা কে সামনে রেখে অনলাইন নিউজ পোর্টাল হিসেবে সিএইচটি টাইমস ডটকম যাত্রা শুরু করে।এবারই প্রথমবারের মতো প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করার কথা জানিয়েছে অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকম পরিচালনা পর্ষদ।কেক কেটে বর্নিল আয়োজনে এক যুগ পূর্তি অনুষ্ঠান উদযাপনে নেয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি।থাকবে গুনিজন সম্মাননাসহ নানা আয়োজন।থাকছে বিশেষ প্রকাশনা যেখানে থাকবে সিএইচটি টাইমস ডটকম নিয়ে স্মৃতিচারন,গল্পসহ ১২ বছরে অনলাইন সাংবাদিকতায় সিএইচটি টাইমস ডটকম এর সফলতা ও ব্যার্থতার গল্প।অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকম এর নির্বাহী সম্পাদক বাসুদেব বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।