

অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকম এ প্রকাশিত সংবাদের আর্কাইভ উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বান্দরবান জোন এর বিদায়ী কমান্ডার লে.কর্ণেল এ এস এম মাহমুদুল হাসান,পিএসসি।বুধবার (১ অক্টোবর) সিএইচটি টাইমস ডটকমের প্রতিষ্ঠাতা ও প্রকাশক লুৎফুর রহমান (উজ্জ্বল) বিশেষ এই আর্কাইভ বিদায়ী জোন কমান্ডার লে.কর্ণেল এ এস এম মাহমুদুল হাসান, পিএসসি এর তুলে দেন।এসময় জোন কমান্ডার আর্কাইভ গ্রহনের পর উচ্ছ্বসিত হয়ে এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকম এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।একই সাথে তিনি সিএইচটি টাইম ডটকম কে দেশ ও দেশের মানুষের কল্যানে অতীতের ন্যায় আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহবান জানান।এবিষয়ে লুৎফুর রহমান (উজ্জ্বল) বলেন,বান্দরবান জোন তথা সদ্য বিদায়ী ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অত্র এলাকায় শান্তি-শৃঙ্খলা নিশ্চিতে দীর্ঘদিন নানাভাবে ভূমিকা রেখেছে।বিদায় বেলায় সিএইচটি টাইমস ডটকম এ প্রকাশিত সংশ্লিষ্ট ইউনিট সম্পর্কিত অর্ধশত সংবাদ আর্কাইভটি তে স্থান পেয়েছে।এর আগে বান্দরবান সেনা জোনের বিদায়ী জোন কমান্ডার এবং নবাগত জোন কমান্ডারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সেনা জোন এর কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়।এসময় নবাগত জোন কমান্ডার লে.কর্নেল হুমায়ুন রশিদ, পিএসসি এবং বিদায়ী জোন কমান্ডার লে.কর্নেল এ এস এম মাহমুদুল হাসান,পিএসসি বান্দরবানে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এবং শান্তি-শৃঙ্খলা-পর্যটনসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়।প্রেসক্লাবে সভাপতিসহ প্রিন্ট ও ইলেতট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।