রাঙামাটি তে সাংবাদিক গ্রেফতারঃ সিএইচটি টাইমস ডটকমের নিন্দা


প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের সময় :৮ জুন, ২০২২ ১:৫০ : পূর্বাহ্ণ 604 Views

ফজলে এলাহী দৈনিক কালের কণ্ঠ ও এনটিভির রাঙামাটি প্রতিনিধি হিসেবেও কাজ করছেন।তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কবির হোসেন।তিনি সাংবাদিকদের বলেন,ফজলে এলাহীর বিষয়ে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারি পরোয়ানা আসার পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার আদালতে তোলা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে,মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যা সাতটায় রাঙামাটি শহরের এডিসি হিল এলাকার নিজ বাসা থেকে ফজলে এলাহীকে পুলিশ গ্রেপ্তার করে। এরপর তাঁকে কোতোয়ালি থানায় নেওয়া হয়। ফজলে এলাহীকে গ্রেপ্তারের পর কোতোয়ালি থানায় সাংবাদিক ও সাধারণ মানুষ ভিড় করেন।

সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে রাঙামাটি সাংবাদিক সমিতি,রিপোর্টার ইউনিয়ন,ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। ফজলে এলাহীকে গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিপোর্টার ইউনিয়নের সভাপতি সুশীল প্রসাদ চাকমা।

এদিকে,সাংবাদিক ফজলে এলাহী কে গ্রেফতার করায় তীব্র নিন্দা জানিয়ে স্যোশাল মিডিয়ায় সাংবাদিকরা নিঃশর্ত মুক্তি চেয়ে একের পর এক প্রতিবাদী স্ট্যাটাস আপলোড করছেন।শুধু সাংবাদিক পেশাজীবী নয় সাধারণ মানুষও এই গ্রেফতার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর