

ব্যাতিক্রমী এক ভিন্নধর্মী আয়োজনে বান্দরবান এর জেলা ভিত্তিক অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকম এর ১২ বছরে পদার্পন উদযাপিত হয়েছে।গত বুধবার (২৭ আগস্ট) বান্দরবানের কালাঘাটা সরকারি শিশু পরিবার চত্বরে কেক কেটে সিএইচটি টাইমস ডটকম এর ১১ বছর পূর্তি ও ১২ বছরে পদার্পন উদযাপিত হয়।সিএইচটি টাইমস ডটকম এর প্রতিষ্ঠাতা ও প্রকাশক লুৎফুর রহমান (উজ্জ্বল) এর সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি,জেলা পরিষদ সদস্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ও সমাজসেবা বিষয়ক কনভেনিং কমিটির আহ্বায়ক মিজ্ ম্যা ম্যা নু,জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মিল্টন মুহুরী,প্রেসক্লাব সদস্য কৌশিক দাশ,জেলা রেডক্রিসেন্ট সদস্য এম এ মোমেন চৌধুরী,সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বীনাপানি চক্রবর্তী,মোহনা টেলিভিশনের বান্দরবান প্রতিনিধি রাহুল বড়ুয়া ছোটন,দৈনিক গণমুক্তির বান্দরবান প্রতিনিধি বাসুদেব বিশ্বাস।মহান জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত সাংবাদিক ও ক্রীড়া সংগঠকদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে সরকারী শিশু পরিবারের শতাধিক নিবাসীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পরে কেক কেটে ও বিভিন্ন সেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং ক্রীড়ায় বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সমাপ্ত হয়।এদিন সিএইচটি টাইমস ডটকম এর ১২ বছরে পদার্পন উপলক্ষে ক্রীড়া অসামান্য অবদান রাখায় ব্যাক্তি পর্যায়ে তিনজন কে সম্মাননা প্রদান করা হয়।
এছাড়াও সেচ্ছাসেবী সংগঠন হিসেবে বান্দরবান যুব রেডক্রিসেন্ট কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন জেলা পরিষদ সদস্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ও সমাজসেবা বিষয়ক কনভেনিং কমিটির আহ্বায়ক মিজ্ ম্যা ম্যা নু।
জানা যায়,অনলাইন দৈনিক হিসেবে ২০১৪ সালে প্রতিষ্ঠা ও সংবাদ প্রকাশনা শুরু করার পর এবারই প্রথম এমন একটি আয়োজন করেছে সিএইচটি টাইমস ডটকম।এছাড়াও বান্দরবানের বিভিন্ন সংস্থা,জনপ্রতিনিধি,সমাজের বিশিষ্টজনরা সিএইচটি টাইমস ডটকম শুভেচ্ছা জানিয়েছে।