বিটিভি তে ফিরলো নতুন কুঁড়িঃ ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে নিবন্ধন কার্যক্রম


প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের সময় :২৪ আগস্ট, ২০২৫ ১২:২৮ : পূর্বাহ্ণ 1480 Views

বাংলাদেশ টেলিভিশন দেশব্যাপী নতুন আঙ্গিকে শুরু করতে যাচ্ছে জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা নতুন কুঁড়ি-২০২৫।আপনার শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের সুযোগ করে নিশ্চিতে দ্রুত আবেদন করার আহবান জানিয়েছে বান্দরবান জেলা তথ্য অফিস।এছাড়াও জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে “নতুন কুড়ি-২০২৫” প্রতিযোগিতার প্রচার প্রচারণা সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে।গত বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম.হাসান এর সভাপতিত্বে “নতুন কুড়ি-২০২৫” প্রতিযোগিতার প্রচার-প্রচারণা বিষয়ক সভাটি অনুষ্ঠিত হয়।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত সভায় বাংলাদেশ টেলিভিশন আয়োজিত “নতুন কুড়ি-২০২৫” প্রতিযোগিতায় বান্দরবান পার্বত্য জেলার শিশু-কিশোরদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্টেকহোল্ডারের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।উক্ত সভায় জেলা তথ্য অফিসার মিজানুর রহমান,বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক নুক্রাচিং মার্মা,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মো.শাহাদাত হোসেন ও জেলা শিল্পকলা একাডেমী,বান্দরবানের প্রতিনিধি এম.এ.মোমেন চৌধুরী প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।সভার শুরুতেই তথ্য অফিসার মিজানুর রহমান “নতুন কুড়ি” প্রতিযোগিতার রেজিস্ট্রেশন প্রক্রিয়া ও এবিষয়ে বান্দরবান জেলা তথ্য অফিসের প্রচার প্রচারনাসহ সার্বিক সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম.হাসান প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন,জাতীয় প্রতিভা অন্বেষণমূলক এ প্রতিযোগিতায় শিশু-কিশোরদের অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষক,অভিভাবক,গণমাধ্যম,বাংলাদেশ বেতার ও তথ্য অফিসের মত প্রচারধর্মী প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনসমূহকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।আবেদনের সময়সীমাঃ-১৫ আগস্ট,২০২৫ থেকে ৫ সেপ্টেম্বর,২০২৫ পর্যন্ত।

৬-১১ বছরের নিম্নে শিশুরা ‘ক’ গ্রুপে এবং ১১-১৫ বছর পর্যন্ত কিশোর-কিশোরীরা ‘খ’ গ্রুপে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

৩টি বিভাগের অধীনে ৯টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

অভিনয় বিভাগে রয়েছেঃ-অভিনয়,আবৃত্তি ও গল্প বলা বা কৌতুক।

নৃত্য বিভাগে রয়েছেঃ-সাধারণ নৃত্য বা উচ্চাঙ্গ নৃত্য

সংগীত বিভাগে রয়েছেঃ-দেশাত্মবোধক বা আধুনিক গান,নজরুলসংগীত,রবীন্দ্রসংগীত,লোকসংগীত ও হামদ-নাত।

আবেদন বা রেজিষ্ট্রেশন প্রক্রিয়া:
১. অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রতিযোগীগণ বিনামূল্যে নির্ধারিত ফরমে আবেদন করে রেজিস্ট্রিভুক্ত হবেন।

২. আবেদন ফরম বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট (www.btv.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে। পরবর্তীতে অফিস কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর সম্বলিত অংশ প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে প্রেরণ করা হবে।

৩. এছাড়াও অনলাইনে বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট (www.btv.gov.bd) থেকে Google Form পূরণ ও চাহিত প্রমাণক আপলোড করে সাবমিট করা যাবে। পরবর্তীতে অফিস কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর সম্বলিত অংশ প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে প্রেরণ করা হবে।

৪. একজন প্রতিযোগী সর্বোচ্চ ৩ টি বিষয়ে আবেদন করতে পারবে।

৫. আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্ধারিত স্থানে নাম ও তারিখ লিখে প্রতিযোগীর জন্মসনদ, সদ্যতোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং পিতা অথবা মাতার জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করে ই-মেইল-notunkuribtv@gmail.com অথবা রেজিস্ট্রি ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে ‘নতুন কুঁড়ি’, বাংলাদেশ টেলিভিশন, সদর দপ্তর, রামপুরা, ঢাকা-১২১৯ বরাবর নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণ করতে হবে।

৬. আবেদনের ক্ষেত্রে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে পূরণপূর্বক notunkuribtv@gmail.com ই-মেইলে বা রেজিস্ট্রি ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে কিংবা Google Form এ নির্ধারিত কাগজপত্র আপলোড করে সাবমিট করতে হবে।যেকোনো একটি পদ্ধতি অনুসরণ করে আবেদন করতে হবে।একাধিক পদ্ধতিতে আবেদন বাতিল বলে গণ্য করা হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর