এই মাত্র পাওয়া :

ঢালিউডের নতুন মুখ রাঙ্গামাটির মেয়ে ভিক্টোরিয়া চাকমাঃ প্রথম কাজেই পেলেন আন্তর্জাতিক স্বীকৃতি


বিনোদন ডেস্ক প্রকাশের সময় :২৭ জুলাই, ২০২৫ ১২:২২ : পূর্বাহ্ণ 899 Views

নীরবতা আর সংযত উপস্থিতি দিয়ে ইউরোপের পর্দায় নজর কাড়লেন রাঙ্গামাটির মেয়ে ভিক্টোরিয়া চাকমা।বর্তমানে ঢাকায় বসবাসকারী ভিক্টোরিয়া একটি আর্কিটেকচার ফার্মে চাকরি করছেন। তবে এবার তার পরিচয় ভিন্ন—তিনি হয়ে উঠেছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন অভিনেত্রী।তার প্রথম অভিনীত সিনেমা ‘বালুর নগরীতে’ (Sand City) জায়গা করে নিয়েছে চেক প্রজাতন্ত্রের কার্লোভি ভেরি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।কার্লোস চারি শহরে অনুষ্ঠিত এই উৎসব শুরু হয় ৪ জুলাই আর পর্দা নামে ১২ জুলাই রাতে পুরস্কার ঘোষণার মাধ্যমে।উৎসবের প্রক্সিমা বিভাগে সিনেমাটি পায় গ্র্যান্ড প্রিক্স পুরস্কার।এই সিনেমার কেন্দ্রীয় চরিত্র ‘এমা’ ছিলেন ভিক্টোরিয়া চাকমা।এক নিঃশব্দ,একাকী নারী,যিনি স্কুটারে করে শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে বালু সংগ্রহ করেন বিড়ালের ক্যাট লিটারের জন্য।তার দৈনন্দিন এই কাজ একদিন নিয়ে যায় একটি অদ্ভুত ঘটনার মুখোমুখি বালুর ভেতরে পাওয়া যায় একটি বিচ্ছিন্ন আঙুল।সেখান থেকে গল্প মোড় নেয় রহস্যে, আর চরিত্রটিও হয়ে ওঠে আরও জটিল ও মনোযোগকেন্দ্রিক।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর