এই মাত্র পাওয়া :

জেমস ফ্যান ক্লাবের ইফতার অনুষ্ঠানে থাকবে ‘নগর বাউল’


প্রকাশের সময় :১৯ মে, ২০১৮ ২:০৫ : পূর্বাহ্ণ 907 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-রমজান মাসে প্রতি বারই জেমস ফ্যান ক্লাবের উদ্যোগে আলাদা করে আয়োজন করা হয় ইফতার মাহফিলের।এবারও হচ্ছে না তার ব্যতিক্রম। আর এবার ফ্যান ক্লাবের ইফতার মাহফিলে উপস্থিত থাকবে ব্যান্ড দল নগর বাউল। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন জেমস ফ্যান ক্লাবের আহ্বায়ক প্রিন্স মোহাম্মদ।

প্রতি রমজানেই জেমসের মঙ্গল কামনায় তার ভক্ত অনুরাগীরা এতিম ও দুস্থদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করেন। এবারও এই রকস্টারের মঙ্গল কামনায় আয়োজন করা হয়েছে ইফতার মাহফিলের। আসছে ২৪ মে বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বসবে ইফতার মাহফিলের আয়োজন। যেখানে উপস্থিত থাকবে ব্যান্ড দল নগর বাউলসহ সংগীত অঙ্গনের বিশিষ্ট মানুষেরা।

ইফতার আয়োজন নিয়ে প্রিন্স মোহাম্মদ জানান, আনুষ্ঠানিকভাবে ‘জেমস ফ্যান ক্লাব’ গঠিত হওয়ার পর থেকেই আমরা গুরু জেমসের কাজ ছড়িয়ে দেয়ার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও অংশ নিচ্ছি। আমাদের সামর্থ অনুযায়ি গরীব, দুস্থদের পাশে দাঁড়াচ্ছি। সব ঈদেই বিভিন্ন সামগ্রীও পৌঁছে দিচ্ছি। তারই ধারাবাহিকতায় আসছে ২৪ মে এতিম ও দুস্থদের জন্য ক্লাবের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করেছি।

‘জেমস ফ্যান ক্লাব’ গঠিত হওয়ার সময় জানানো হয়েছিলো: গতানুগতিক অন্য সব সেলিব্রেটি ফ্যান ক্লাবের মতো নয়, বরং জেমস ফ্যান ক্লাব আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে। এরমধ্যে থাকছে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের পরিবেশ রক্ষায় সবুজায়ন, শিশুদের শিক্ষা ও সামাজিক উন্নয়ন, অটিজম ও সুবিধা বঞ্চিত ছিন্নমূল পথশিশুদের সার্বিক উন্নয়ন, নারী নির্যাতন রোধ থেকে শুরু করে সামাজিক অবক্ষয় প্রতিরোধের জন্য প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়াও দেশে ও দেশের বাইরে বাংলা গানের সম্মানজনক প্রচার-প্রসারে কাজ করবে ক্লাবটি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর