

বিনোদন ডেস্কঃ-সালমান ও প্রিয়ঙ্কাকে শেষ দেখা গিয়েছে সালাম এ ইশক ছবিতে।আবার জুটি হতে চলেছেন তারা।প্রায় দুই বছর পরে বলিউডের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। সালমান খানের ‘ভারত’ ছবিতে অভিনয়ের জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।মার্কিন টিভি সিরিজ কোয়ান্টিকো নিয়ে ব্যস্ত প্রিয়ঙ্কা নিয়মিত দেশে ফিরলেও বলিউড ছবিতে অভিনয় করেননি দীর্ঘদিন।বলছিলেন,ভাল চিত্রনাট্য পাচ্ছেন না।অবশেষে সেই খরা কাটছে।অপেক্ষায় থাকা অনুগামীরা আবার এ দেশের বড় পর্দায় দেখতে পাবেন তাকে।জুলাইতে ভারত-এর শুটিং শুরু করবেন প্রিয়াঙ্কা।আপাতত তিনি তার দ্বিতীয় হলিউড ছবি দ্য কিড লাইক জ্যাক নিয়ে ব্যস্ত।ছবির ট্রেলার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে।সালমান অবশ্য ভারত-এর শ্যুটিং শুরু করে দিয়েছেন ‘ভারত’ ছবির।পরিচালক আলি আব্বাস জাফর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শ্যুটিংয়ের প্রথম ছবি।