৭ই মার্চ জাতীয় চেতনার অবিস্মরণীয় স্পন্দনঃ ইয়াছমিন পারভীন তিবরীজি


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :৭ মার্চ, ২০২২ ৩:২৩ : অপরাহ্ণ 398 Views

ঐতিহাসিক ৭ই মার্চকে জাতীয় চেতনার অবিস্মরণীয় স্পন্দন বলে মন্তব্য করেছেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।সোমবার (৭ মার্চ) সকালে দিবসের তাৎপর্য নিয়ে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন বান্দরবানের জেলা প্রশাসক।এসময় তিনি আরও বলেন,১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল সমাবেশে ভাষণ দিয়ে বিশ্ব মানচিত্রের বুকে স্বাধীন বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের অভ্যুদয়ের সূচনা পথ রচনা করেছিলেন।আজকে বিশ্ব দরবারে এই ভাষনটি নিয়ে অনেকেই গবেষণা করছেন।ভিন্ন ভিন্ন ভাষায় জাতির পিতার এই মহা মূল্যবান ভাষনটি রচিত হচ্ছে।ইউনেস্কোর মতো আন্তর্জাতিক একটি সংস্থা জাতির পিতার এই ঐতিহাসিক ভাষণটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে বিশ্ব দরবারে স্বীকৃতি দিয়েছে।এটি বাঙ্গালি জাতির জন্য অত্যন্ত গৌরবোজ্জ্বল একটি অর্জন।এসময় ভাষণটিকে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ অন্তর্ভুক্ত করার কথা উল্লেখ করে জেলা প্রশাসক আরও বলেন,বিশ্বজুড়ে যেসব তথ্যভিত্তিক ঐতিহ্য রয়েছে সেগুলোকে সংরক্ষণের পাশাপাশি আমাদের পরবর্তী প্রজন্ম যাতে উপকৃত হতে পারে সে লক্ষ্য নিয়েই ইউনেস্কো এ তালিকা প্রণয়ন করে।স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো.লুৎফুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ জেরিন আখতার (বিপিএম),অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মো.ছাদেক।আলোচনা সভায় সকল দপ্তর, জনপ্রতিনিধি,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।এর আগে,বান্দরবানের জেলা প্রশাসন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় ভার্চুয়াল আলোচনা সভায় অংশগ্রহণের ব্যবস্থা করেন।আলোচনা সভা শেষে ৭ই মার্চ দিবস উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় বান্দরবান শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমি আয়োজিত ৭ই মার্চের ভাষণ,আবৃত্তি,চিত্রাঙ্কন, দেশাত্মবোধক সঙ্গীত,নৃত্য ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৩৬জন কৃতি শিক্ষার্থীদের হাতে প্রশংসা পত্র ও পুরস্কার তুলে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।এর আগে দিবসের প্রথম প্রহরে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি ও পুলিশ সুপার জেরিন আখতার (বিপিএম) জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!