এই মাত্র পাওয়া :

শিরোনাম: আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বান্দরবানে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ বান্দরবান বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান বিএনকেএস এর উদ্যোগে টেকনাফের ক্যাম্প-২২ এ শিশু শিক্ষার্থীদের নিয়ে বর্ণিল আয়োজনে স্বাক্ষরতা দিবস উদযাপিত ঢাকায় পার্বত্য উপদেষ্টার সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রদূতদের সাক্ষাৎ বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে শুভ মধু পূর্ণিমা উদযাপিত বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ক্ষুদে বিজ্ঞানীদের প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার

২০২১ ও ভিশন ২০৪১ এর লক্ষ্য ও অর্জনসমূহ এর উপর আলোচনা সভা,সঙ্গীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী


প্রকাশের সময় :১০ অক্টোবর, ২০১৭ ৬:২২ : অপরাহ্ণ 1237 Views

মোহাম্মদ আলী (বান্দরবান প্রতিনিধি):- বান্দরবান জেলা তথ্য অফিস এর আয়োজনে “সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা,বিশেষ করে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ সমুহের ব্রান্ডি,বিভিন্ন সেক্টরে অর্জিত সফলতা,ভিশন:২০২১ ও ভিশন ২০১৪১এর লক্ষ ও অর্জনসমূহ,টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সন্ত্রাস ও জঙ্গীবাদ ইত্যাদি বিষয়ে জনগণকে অবহিতকরণ ও উন্নয়ন কর্মকান্ডে জনগনকে সমপৃক্তকরণ”এর লক্ষে বিশেষ প্রচারের লক্ষ্যে বান্দরবানের সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়নের সুয়ালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী, স্থানীয় জনপ্রতিনিধিদের অংশ গ্রহনে ১০অক্টোবর মঙ্গলবার সকাল থেকে বিদ্যালয়ের সভা কক্ষে আলোচনা সভা,সঙ্গীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুয়ালক উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা সভাপতি ও বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ। সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তাওহীদ তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্ত ক্যবুহ্রী র্মামা,সুয়ালক সুয়ালক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উক্যনু র্মামা,সুয়ালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল কবির।এছাড়াও সভায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সুয়ালক ইউনিয়ন পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন (মেম্বার),সুয়ালক ইউপি ২নং প্যানেল চেয়ারম্যান সংরক্ষিত আসনের মহিলা সদস্যা রিনা বেগম,আব্দুসছবুর মেম্বার,অন্যান্য সহকারী শিক্ষক-ছাত্র-ছাত্রীরা,অভিবাবকগণ,বান্দরবানের কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্টের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ এর গুরুত্ব পুর্ণ তথ্য প্রদান করেন,বান্দরবান জেলা তথ্য অফিসার মোঃ শরিফুল ইসলাম। সভায় বক্তারা বলেন,সরকার অন্যান্য উন্নয়নের পাশা-পাশি প্রধানমন্ত্রীর বিশেষ উদ্দোগে ১০টি উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়েছে তা যথা- একটি বাড়ী-একটি খামার প্রকল্প,আশ্রয়ন প্রকল্প,ডিজিটাল বাংলাদেশ,সবার জন্য শিক্ষা সহায়তা কার্যক্রম প্রদান,নারী ক্ষমতায়ন কার্যক্রম সমূহ,সবার জন্য বিদ্যুৎ,সামাজিক নিরাপত্তা,কমিউনিটি ক্লিনিক,বিনিয়োগ, পরিবেশ সচেতনা।সরকার প্রতিটি সেক্টরে উন্নয়ন করে যাচ্ছে,গরীবদের একটি বাড়ী একটি খামার প্রকল্পের আওতায় এনে স্বাবলম্বী করা,আশ্রয়হীনদের আশ্রয়ন প্রকল্পের আওতায় নিয়ে আশা,অসহায় নারীদের উন্নয়নে সরকার ইউনিয়ন,পৌরসভা,উপজেলা ও জেলা পরিষদে সামগ্রিক কার্যক্রমে নারী সদস্যদের ভুমিকা জোরদার ও পর্যাপ্ত পরিমাণে বরাদ্ধের ব্যবস্থা করেছে।নারীদের দক্ষতা বৃদ্ধি ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সমাজের অন্যান্য নাগরিক সংগঠনের সাথে নেটওর্য়াকিং ও যোগাযোগের মাধ্যমে সমাজ থেকে বাল্য বিবাহ দুরকরা,পরিবেশ দুষণ করা থেকে বিরত থাকার জন্য সবাইকে সচেতা বৃদ্ধির জন্য মসজিদ,মন্দির,ক্যায়াং, গির্জায়,বিদ্যালয়ে বেশী বেশী করে প্রচার করা।বিভিন্ন পত্র-পত্রিকায় লেখনীর মাধ্যমে বিভিন্ন সেক্টরে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা এবং ভিশন:২০২১ ও ২০১৪১ এর লক্ষ্য ও অর্জন সমূহ জনগণের নিকট তুলে ধরা। এ ছাড়াও সুয়ালক উচ্চ বিদ্যালয়ে ও এলাকার বিভিন্ন পাড়ায় শিক্ষামূলক ও সরকারের উন্নয়নমূলক চলচ্চিত্র প্রদর্শনী ও সঙ্গীতানুষ্ঠানে উন্নয়ন ও শিক্ষামূল গান পরিবেশন করেন,বান্দরবান বেতার এর জনপ্রিয় কন্ঠশিল্পী মোঃজাহাঙ্গীর,তবলাই ছিলেন আব্দুল মান্নান,সভায় অন্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের অফিস সহকারী অরুন প্রীতি তংচঙ্গ্যা,মোঃহাবিবুর রহমান,মোঃশফি প্রমুখ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!