

শারীরিকভাবে অসুস্থ একমাত্র অ-উপজাতি হেডম্যান ২৬৭ নং ঘুমধুম মৌজার হেডম্যান নুরুল হক এর খোঁজখবর নিতে তার বাড়িতে ছুটে গেলেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।শুক্রবার (২৪ অক্টোবর) সকালে তিনি নুরুল হকের বাড়িতি গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।এসময় ঘুমধুম ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সাচিং প্রু জেরী অসুস্থ হেডম্যানের পাশে থাকার আশ্বাস দেন এবং বিএনপির পক্ষ থেকে যেকোনো সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।এর আগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকালে স্থানীয় রেষ্টুরেন্টে আয়োজিত নাইক্ষ্যংছড়ি উপজেলার মারমা,চাক,তঞ্চঙ্গ্যা,ম্রো,ত্রিপুরা ও বড়ুয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন বান্দরবান জেলা বিএনপির আহবায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী।মতবিনিময় সভার শুরুতে প্রয়াত বান্দরবান জেলা বিএনপির সম্মানিত সদস্য বাবু উফেসা মার্মার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সম্মানিত সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব নুরুল আলম কোম্পানি,সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাবু ডা.ছা হ্লা থোয়াই,২৭০ নং নাইক্ষ্যংছড়ি মৌজার হেডম্যান বাবু বাচিং চাক,নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন হেডম্যান,কারবারি ও উপজাতীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ।অনুষ্ঠানটি পরিচালনা করেন নাইক্ষ্যংছড়ি সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক উচাই মং মার্মা।সভায় বক্তারা পাহাড়ি-বাঙালি ঐক্যের গুরুত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারে আগামী সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।







