স্রোতে ভেসে যাওয়া ২ জনের মরদেহ উদ্ধার,এখনও নিখোঁজ ১


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৬ সেপ্টেম্বর, ২০২১ ৪:৪২ : অপরাহ্ণ 330 Views

বান্দরবানে প্রবল বর্ষণের সময় পাহাড়ি ঝিরিতে নিখোঁজ হওয়া একই পরিবারের ৩ জনের মধ্যে ছেলে প্রদীপ ত্রিপুরা ও মেয়ে বাজিরুম ত্রিপুরার লাশ পাওয়া গেছে।গতকাল বৃহস্পতিবার সকালে বান্দরবন চিম্বুক সড়কের সিলভান ওয়ে রিসোর্টের পাশে সাংঙ্গাই পাহাড়ি ঝিরিতে লাশগুলো পাওয়া যায়।তবে এখনো মা কৃষ্ণাতী ত্রিপুরার খোঁজ মেলেনি।এর আগে গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বান্দরবন চিম্বুক সড়কের সাংঙ্গাই ত্রিপুরা পাড়ায় প্রবল বর্ষণের সময় পাহাড়ের মাটি ধসে ঝিরির পানিতে ভেসে গিয়ে ওই পাড়ার মৃত দিয়াম্ব ত্রিপুরার স্ত্রী কৃষ্ণতী ত্রিপুরা (৪৫),তার মেয়ে বাজিরুম ত্রিপুরা (১২),ছেলে প্রদীপ ত্রিপুরা (৭) নিখোঁজ হয়।রাতে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাদের উদ্ধার করতে পারেনি।সকালে দুজনের লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।বর্তমানে নিখোঁজ লাশ উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার স্টেশন,রেডক্রিসেন্ট,পুলিশ সহ বিভিন্ন সংস্থাগুলো।স্থানীয় ইউপি সদস্য জগদীশ ত্রিপুরা জবাবদিহি কে জানিয়েছেন,পাহাড়ি জুম থেকে পাড়ায় ফেরার পথে কৃষ্ণতী ত্রিপুরাসহ ৪ জন পাড়ার পাশে ঝিরিতে বিশ্রাম নেয়।এসময় প্রবল বর্ষণে পাহাড়ের মাটি ধসে তারা ঝিরিতে পড়ে যায়।এ সময় কৃষ্ণতি ত্রিপুরার ছোট বোন রাম্বতি ত্রিপুরা আহত অবস্থায় প্রাণে বেঁচে ফিরলেও অপর তিনজন পাহাড়ি ঢলে ভেসে যায় বলে জানান ওই ইউপি সদস্য।বেলা ১২ টা নাগাদ উদ্ধার তৎপরতা সম্পর্কে জানাতে গিয়ে বান্দরবান ফায়ার স্টেশন কর্মকর্তা নাজমুল আলম জানিয়েছেন,মা এখনও নিখোঁজ আছে।দুর্গমতার কারনে উদ্ধার তৎপরতা এখনো ব্যহত হচ্ছে।নিখোঁজ মাকে যতক্ষন পর্যন্ত উদ্ধার করতে পারব না ততক্ষণ পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!