এই মাত্র পাওয়া :

শিরোনাম: আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বান্দরবানে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ বান্দরবান বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান বিএনকেএস এর উদ্যোগে টেকনাফের ক্যাম্প-২২ এ শিশু শিক্ষার্থীদের নিয়ে বর্ণিল আয়োজনে স্বাক্ষরতা দিবস উদযাপিত ঢাকায় পার্বত্য উপদেষ্টার সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রদূতদের সাক্ষাৎ বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে শুভ মধু পূর্ণিমা উদযাপিত বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ক্ষুদে বিজ্ঞানীদের প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার

সেনা সহায়তায় রুমা-রোয়াংছড়িতে বাড়ি ফিরলো ৩৫ পরিবার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৯ নভেম্বর, ২০২৩ ১:৫৫ : পূর্বাহ্ণ 429 Views

কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সাথে শান্তি আলোচনা ও বিভিন্ন বিষয়ে সমঝোতার পর এলাকা এর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।শনিবার (১৮ নভেম্বর) রুমা উপজেলা এর প্রাতা পাড়ায় ১১ পরিবারের নারী-পুরুষ ও শিশুসহ ৪৮ জন এবং রোয়াংছড়ি উপজেলার পাইক্ষং পাড়ায় ২৪ পরিবারের ৫২ জন ফিরেছেন।এসব পরিবার গুলোকে সেনাবাহিনীর পক্ষ থেকে নানা সহায়তা দেয়া হচ্ছে।স্থানীয় সেনা ক্যাম্প নিজেদের জন্য ইস‍্যুকৃত রশদ থে‌কে প্রতি‌টি পরিবারকে ১০ কেজি চাল,২ কেজি তেল,১ কেজি ডাল,১ কেজি লবন,৪ কেজি ময়দা,১ কেজি চি‌নি প্রদান করেছে।প্রায় নয় মাস আগে এসব পরিবার গুলো কেএনএফ আতঙ্কে নিজ এলাকা ছেড়ে আত্মীয় স্বজন এবং পাহাড়ের বিভিন্ন জায়গায় আশ্রয় নেয়।রোয়াংছড়ি উপজেলার এক ইউপি চেয়ারম্যান জানান, কেএনএফ’র সাথে শান্তি আলোচনার পর পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে।তারা (কেএনএফ) এখন এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে।পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পাড়া থেকে পালিয়ে যাওয়া পরিবারগুলো এখন নিজ বসতবাড়ি তে ফিরতে শুরু করেছে।তাদেরকে বিভিন্নভাবে সহায়তা দেয়া হচ্ছে।মাসের পর মাস বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করেছে।

কেএনএফ আতঙ্কে বাড়ি ছাড়া বাসিন্দারা নিজেদের পাড়ায় ফিরতে শুরু করায় স্থানীয় প্রশাসনও নড়েচড়ে বসেছে।ফিরে আসা বাসিন্দাদের বিভিন্ন সহায়তা করা হচ্ছে।তারা যদি সহযোগিতা চায় প্রশাসন থেকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে।উপজেলা প্রশাসন সুত্রে এমনটাই জানা গেছে।

উল্লেখ্য,গত বছরের অক্টোবরে পাহাড়ে নতুন গজিয়ে উঠা সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) তৎপরতা শুরু করলে বান্দরবানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়।এই সংগঠন এর সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এ পর্যন্ত পাঁচসেনা সদস্যসহ ২৬ জন নিহত হয়।তবে পরিস্থিতি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে শান্তি প্রতিষ্ঠা কমিটির সাথে কেএনএফ’র মধ্যে আলোচনা ও কয়েকটি বিষয়ের সমঝোতা হওয়ার পর এলাকায় পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে বলে বিভিন্ন সুত্র নিশ্চিত করেছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!