

গণমাধ্যমকর্মীদের অংশগ্রহনে “সুশাসন প্রতিষ্ঠায় এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১০ ডিসেম্বর) সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) চট্রগ্রাম এর উপপ্রধান তথ্য অফিসার মো.সাঈদ হাসান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তালেব,অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে,চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের (পিআইডি) সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী,জেলা তথ্য অফিসার মো.আনোয়ার হোসেন,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর সভাপতি অং চ মং।বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন এবং গুজব প্রতিরোধ বিষয়ে নিজস্ব মতামত উপস্থাপন করেন।সভায় বক্তারা বলেন,সুশাসন প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব ও গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ন।একটি দেশের সামগ্রিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অন্যতম।দেশে গুজব প্রতিরোধে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে গণমাধ্যম।তাই গণমাধ্যমকর্মীদের এক্ষেত্রে এগিয়ে আসতে হবে।সুশাসন প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদের বিকল্প নেই।দেশের সুশাসন নিশ্চিতে গণমাধ্যম কর্মীসহ মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ ভাবে কাজ করে যেতে হবে।
এসময় গুজব প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানানো হয়।বর্তমান সময়ে যে হারে গুজব ছড়ানো হয় এবং সামাজিকভাবে অস্থিরতা সৃষ্টি করে,তা রোধ করতে হলে সবাইকে বিবেক দিয়ে কাজ করতে হবে।কোনো তথ্য নিশ্চিত না হয়ে প্রচার করা যাবে না।আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) চট্রগ্রাম আয়োজিত মতবিনিময় সভায় সহযোগিতা করে বান্দরবান জেলা তথ্য অফিস।







