

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বান্দরবানে উদ্বোধন হলো ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ বা সুপার ক্যারাভান কার্যক্রম।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সোমবার (৫ জানুয়ারি) বান্দরবান রাজার মাঠ এলাকায় ভোটের গাড়ি ‘ক্যারাভান’ এর শুভ উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক ও ৩০০নং সংসদীয় আসনের নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি।এসময় জেলা প্রশাসক বলেন,জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এমন উদ্যোগ ও আয়োজন।উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোট দেওয়ার এবং একই দিনে গণভোটে অংশগ্রহণ নিশ্চিতে সরকার এই উদ্যোগ গ্রহন করেছে।এসময় তিনি স্থানীয় জনসাধারনের সাথেও কথা বলেন এবং ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি গণভোটে অংশ নিতে আহবান জানান।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো:আবু তালেব,সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি,জেলা তথ্য অফিসার মো.আনোয়ার হোসেন,বান্দরবান সদর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম চৌধুরীসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।উল্লেখ্য,সারাদেশের ন্যায় বান্দরবানেও জেলা তথ্য অফিসের সার্বিক তত্ত্বাবধানে সুপার ক্যারাভান তথা ভোটের গাড়িতে স্থাপিত এলইডি পর্দায় নির্বাচনী ভিডিও এবং দেশাত্মবোধক গানসহ সচেতনতামূলক বিভিন্ন নির্বাচনী টিভিসি পরিবেশন করা হবে।প্রধান উপদেষ্টার নির্বাচনী বার্তা দিয়ে শুরু হওয়া পরিবেশনায় ভোটের গুরুত্ব তুলে ধরা হয়।ভোটের গাড়িটি জেলার বিভিন্ন উপজেলায় ঘুরে ভোটারদের সরাসরি তথ্য সরবরাহ করবে।নাগরিকদের ভোটের অধিকার সম্পর্কে সচেতন করবে।







