এই মাত্র পাওয়া :

সিএইচটি টাইমস ডটকম এর পক্ষ থেকে জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা কে অভিনন্দন


প্রকাশের সময় :২৮ মার্চ, ২০১৮ ২:২৩ : পূর্বাহ্ণ 900 Views

বান্দরবান অফিসঃ-বান্দরবান পার্বত্য জেলা থেকে এই প্রথম মেঘলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাত্র ৮ বছর বয়সী উসোই সিং মার্মা নামে এক কোমলমতি শিশু শিক্ষার্থী শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগে ১ম স্থান অর্জন করার পর জাতীয়ভাবে তৃতীয় স্থান অর্জন করায় সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরষ্কার গ্রহণ করেছে।গেল ২৬ শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের জাতীয় অনুষ্ঠানে তৃতীয় পুরষ্কার হিসেবে উসোই সিং মার্মার হাতে ব্রোঞ্জ পদক তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এবিষয়ে ব্যাপক তথ্য অনুসন্ধান করে জানা যায়,বান্দরবানের সদর পৌরসভায় শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে দুর্বল এলাকা হিসেবে পরিচিত বান্দরবান এর প্রানকেন্দ্র অর্থাৎ বান্দরবান বাসষ্টেশন-যৌথ খামার-মেঘলা এলাকা নিয়ে গঠিত বান্দরবান পৌরসভার ৯ নং ওয়ার্ড।শিক্ষার দিক থেকে পিছিয়ে থাকা এই ৯নং ওয়ার্ডেরই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় হচ্ছে মেঘলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।মাত্র দুই বছর আগেও এই বিদ্যালয়ের সর্বসাকুল্যে ছাত্রছাত্রী সংখ্যা ছিলো মাত্র ৪২ জন।বিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে হতাশ বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কিভাবে শিক্ষার মান বৃদ্ধি করা যায় তা নিয়ে চিন্তাভাবনা শুরু করে এবং তারই ফলশ্রুতিতে মেঘলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ থেকেই বান্দরবান জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুল আবসার কে সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।দায়িত্ব গ্রহনের পর থেকেই বিদ্যালয়ে ছাত্রছাত্রী বৃদ্ধি,শিক্ষক সংকট কমানো,শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার নির্মল পরিবেশ নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করেন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করা জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা নুরুল আবসার।এতে তিনি সফলও হন এবং বর্তমানে বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা ২০০ পার হয়েছে।নিরবে নিভৃতে বিদ্যালয়ের চেহারা পরিবর্তনে বিদ্যালয়ের সভাপতি হিসেবে অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবেই এবছরই দেখা মিলেছে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশনার জাতীয় পর্যায়ে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থী উসোই সিং মার্মার তৃতীয় স্থান অর্জন এবং স্বয়ং প্রধানমন্ত্রীর নিজ হাত থেকে ব্রোঞ্জ পদক পুরষ্কার গ্রহণ।ইতিপূর্বে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে বান্দরবান পার্বত্য জেলার কেউ পুরষ্কার গ্রহণ করতে না পারার বদনাম দুর করেছে মেঘলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী।যার এই প্রাপ্তি তে নেপথ্য থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিদ্যালয় সভাপতি বান্দরবান পার্বত্য জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা নুরুল আবসার।সারাদেশের এতো এতো বাঘা বাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার্থীরা থাকার পরও বান্দরবানের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীর এমন অবিশ্বাস্য অর্জন নিঃসন্দেহে প্রশংসার দাবীদার।আর এই অবিশ্বাস্য অর্জনে বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্বশীল নুরুল আবসার এর ভূমিকা ও অবদান বান্দরবান জেলাকে গৌরবান্বিত করেছে।আপ্লুত করেছে।মেঘলা সরকারি প্রাথমিক বিদ্যালয় আগামীতে আরও ভালো কিছু উপহার দিবে চোখ বন্ধ করে লিখে দেয়া যায়।এককথায় এই অর্জন শুধু মেঘলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নয়,সমগ্র বান্দরবান পার্বত্য জেলার।এমন কৃতিত্বপূর্ন অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিদ্যালয়ের সভাপতি বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল আবসার কে সিএইচটি টাইমস ডটকম এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সিএইচটি টাইমস ডটকম সম্পাদক লুৎফুর রহমান উজ্জ্বল।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর