কেউ মরণ কামড় দিলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে।সেনা বাহিনী খুবই মানবিক।আমরা সারাবিশ্বে মানবিকতার জন্য বিখ্যাত।শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ শান্তিরক্ষীকারী দেশ।এটা অর্জনের পিছনে যেসব গুণাবলী আছে তারমধ্যে অন্যতম হলো,মানুষের প্রতি দরদ ও সহনশীলতা।আমরা কখনো মানবাধিকার লঙ্ঘন হয় এ ধরনের কোন কাজ বাংলাদেশ সেনাবাহিনী কখনো করে নাই।
রবিবার (৪ জুন) বান্দরবান সেনা জোনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন।এসময় তিনি আরো বলেন,কেউ যদি দেশের ক্ষতি করছে,দেশের জনগণের ক্ষতি করছে,সেটা রোধ করতে যদি আমাদের শক্ত অবস্থানে যেতে হয়,অবশ্যই যাবো।কিন্তু সেটা আমাদের প্রাথমিক লক্ষ্য না,আমরা শান্তিপূর্ণভাবে সবকিছুর সমাধান চাই।সন্ত্রাসীরা স্বেচ্ছায় আত্মসমর্পন করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে তাদের স্বাগত জানানো হবে।অন্যথায় কঠোর হাতে দমন করা হবে বলে জানান সেনা প্রধান।
সেনা প্রধান আরো বলেন,আমরা যে অভ