এই মাত্র পাওয়া :

শিরোনাম: বান্দরবানে গণসংহতি আন্দোলনের উদ্যোগে ‘জুলাই যোদ্ধাদের কথন’ শীর্ষক আলোচনা সভা মেধাবী শিক্ষার্থী ছাইনুমে মারমার পাশে দাঁড়লো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ জুলাই পুর্নজাগরণঃ রোয়াংছড়িতে জেলা তথ্য অফিসের আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনী বান্দরবানে মাছরাঙা টেলিভিশনের ১৪তম বর্ষপূর্তি উদযাপিত বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত উক্যছাইং মার্মাকে বিমান বাহিনীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন রোয়াংছড়িতে তরুণকে পাথর ছুড়ে মেরে হত্যাঃ লাশ খালে ফেলে দেওয়ার অভিযোগ জুলাই পুনর্জাগরণ ও জুলাই গণঅভ্যুত্থানঃ বান্দরবানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

শৈলশোভা সড়ক পরিবহন নির্বাচনে সভাপতি আব্দুল কুদ্দুছ,কার্যকরী সভাপতি অমল দাশ,সাধারণ সম্পাদক কালু নির্বাচিত


প্রকাশের সময় :১০ অক্টোবর, ২০১৭ ১:২১ : পূর্বাহ্ণ 672 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানে দীর্ঘ ১৫ বছর পর শৈলশোভা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি প্রার্থী হিসেবে সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ (চেয়ারম্যান) বিনা প্রতিদ্বদ্ধীতায় নির্বাচিত হয়েছেন। কার্যকরী সভাপতি পদে বাস প্রতীক নিয়ে অমল দাশ,সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীক নিয়ে নজির আহমদ কালু জয়ী হন।সূত্রে জানা গেছে,নির্বাচনে মোট ভোটার সংখ্যা হলো ৬শত ৪৪ জন,আর দীর্ঘ ১৪ বছর ৭মাস পর শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের এই নির্বাচনকে ঘিরে শ্রমিক সংগঠন গুলোর মধ্যে টান টান উত্তোজনা বিরাজ লক্ষ করা গেছে।গত রবিবার (৮ অক্টোবর) সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে এই ভোট গ্রহণ।পরিবহণ মালিক সমিতির নেতা ঝন্টু দাশ প্রতিবেদককে জানান,শৈলশোভা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আব্দুল কুদ্দুছ (চেয়ারম্যান) বিনা প্রতিদ্বদ্ধীতায় নির্বাচিত হয়েছেন, কার্যকরী সভাপতি পদে অমল দাশ,সাধারণ সম্পাদক পদে নজির আহমদ কালু জয়ী হয়েছেন।বিকালে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার ভোটের ফলাফল ঘোষনা করেন এবং বিজয়ী প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের শুভেচ্ছা আর ফুলেল ভালবাসায় সিক্ত হন নবনির্বাচিত সভাপতি,কার্যকরী সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির নবনির্বাচিত প্রতিনিধিরা।সেই মুর্হুতে নির্বাচনকে ঘিরে এক আনন্দময় পরিবেশেষ সৃষ্টি হয়।
এবিষয়ে পুনরায় নির্বাচিত সভাপতি আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান সিএইচটি টাইমস ডটকমকে এক প্রতিক্রিয়ায় জানান,আমি সবসময় দলমতের উর্ধ্বে উঠে শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করেছি।পরিবহন শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে দীর্ঘ সতেরো বছরের এই লম্বা সময়ে কখনও কারো সাথে আপোষ করিনি,আগামীতেও করবোনা।পরিবহন শ্রনেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা আমাকে যে সম্মান দিয়েছে এটার জন্য আমি তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।বিগত ১৭ বছরের ন্যায় আগামীতেও শ্রমিক’র ন্যায্য অধিকার আদায় এবং শ্রমিকদের কল্যাণে আমি দৃঢ়তার সঙ্গে কাজ করে যাবো ইনশাল্লাহ।এদিকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সুব্রত কান্তি দাশ সিএইচটি টাইমস ডটকমকে জানিয়েছেন,একটি অবাধ সুষ্ঠ-নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে আমরা কাজ করেছি।এতোবড় একটা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসন আমাদের কে যে সহযোগিতা করেছে তা ভুলার মতো নয়।পাশাপাশি নির্বাচনের প্রান শৈলশোভা শ্রমিক ইউনিয়নের সদস্য ভোটাররা যে ধৈর্য্য এবং সহনশীল আচরণ দেখিয়েছে সেজন্য তাদের প্রত্যেক কে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।একটি অবাধ,নিরপেক্ষ ও সর্বজন গ্রহনযোগ্য নির্বাচন পরিচালনার যে অঙ্গীকার আমরা পূর্ব থেকে বলে আসছি তাঁর সঠিক বাস্তবায়নের ফলাফল আমরা পেয়েছি।যে কারণে কোনও প্রার্থীরা কোনও প্রকারের অভিযোগ অনুযোগ তুলতে পারেনি।এদিকে বিজয়ী প্রার্থী কার্যকরী সহসভাপতি অমল দাশ ও সেক্রেটারী প্রার্থী নজির আহমদ কালু জানিয়েছেন শ্রমিকদের ভালোবাসাই আমাদের চলার পথের পাথেয়।শ্রমিকদের স্বার্থ রক্ষায় সবসময় সচেষ্ট ছিলাম।যারা পরাজিত হয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে মিলেমিশেই শৈলশোভা শ্রমিক ইউনিয়নের কার্যক্রম গতিশীল করার আপ্রাণ চেষ্টা থাকবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
August 2025
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!