

প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি,নৈসর্গিক বৈচিত্র্য, নানাবিধ সংস্কৃতি ও জনবিন্যাসে সমৃদ্ধ পাহাড়ের মনোমুগ্ধকর জেলা বান্দরবান।এই জেলার শান্তি,সম্প্রীতি ও উন্নয়ন এর ধারা অব্যাহত রাখতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।আগামী ২৮ সেপ্টেম্বর”২৫ থেকে ০২ অক্টোবর”২৫ পর্যন্ত বান্দরবান জেলায় বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীদের সর্বজনীন শারদীয় দূর্গাপূজা”২৫ পালিত হবে।উক্ত দূর্গাপূজা উৎসব উৎসব সুন্দরভাবে পালনের জন্য পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দদের উপস্থিতিতে সদর দপ্তর বান্দরবান রিজিয়ন এর কনফারেন্স রুম এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় রিজিয়ন কমান্ডার বান্দরবান রিজিয়ন কতৃক পূজা উদযাপন কমিটি কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।এসময় ১১টি পূজা মন্ডপের প্রতিনিধিদের কে এক লক্ষ পঞ্চাশ টাকা আর্থিক সহায়তা হিসেবে হস্তান্তর করা হয়।বান্দরবান রিজিয়ন এর জিএসও-৩ (ইন্ট) ক্যাপ্টেন ইসতিয়াক মোহাম্মদ ইরফান আলী উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন,উক্ত পূজা উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে বান্দরবান রিজিয়ন কতৃক সর্বাত্মক সহযোগিতা করা হবে।
ধর্ম,বর্ণ ও জাতি নির্বিশেষে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সবার।পাহাড়ের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধ পরিকর।রিজিয়ন এর দায়িত্বপূর্ন এলাকায় সকল হিন্দু ধর্মাবলম্বী মানুষ যাতে শান্তিপূর্ণভাবে দূর্গাপূজা উদযাপন করতে পারে এ লক্ষ্যে সেনাবাহিনী সর্বদা সচেষ্ট থাকবে।এসময় শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গোৎসব উদযাপন পরিষদ বান্দরবান এর সভাপতি রাজেশ্বর দাশ বিপ্লব,সাধারণ সম্পাদক সবুজ দত্ত বাচ্চুসহ দুর্গোৎসব উদযাপন পরিষদ এর নেতৃবৃন্দ,বিভিন্ন মঠ ও মন্দিরের পুরোহিত এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।