শব্দ দূষণ নিয়ন্ত্রণে বান্দরবানে অনুষ্ঠিত হলো দুটি কর্মশালা


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :১০ মে, ২০২২ ৬:৫০ : অপরাহ্ণ 533 Views

পরিবেশ অধিদপ্তরের ‘’শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের’’ আওতায় সচেতনতামূলক কর্মশালা এবং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১০ মে) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।পরিবেশ অধিদপ্তর,চট্টগ্রাম অঞ্চলের পরিচালক (উপসচিব) মুফিদুল আলম কর্মশালায় সভাপতিত্ব করেন।ইকিউএমএস কনসালটিং লিমিটেড এর পরিবেশ পরামর্শক মো.মাসুম রেজার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটি,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো.কুদ্দুস ফরাজী,পিপিএম)।এছাড়াও কর্মশালায় সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা,জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (আরডিসি) মো.কায়েসুর রহমান,আব্দুল্লাহ আল মামুন,রাজিব কুমার বিশ্বাস,প্রবীর বিশ্বাস উপস্থিত ছিলেন।পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক ফখরুদ্দীন চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনুসহ ৫ টি উপজেলার নির্বাহী অফিসার,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক,সরকারি বেসরকারি সংস্থার পদস্থ কর্মকর্তারা কর্মশালায় অংশগ্রহণ করেন।কর্মশালাটি বাস্তবায়ন করে পরিবেশ বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ইকিউএমএস কনসালটিং লিমিটেড।ইকিউএমএস কনসালটিং লিমিটেডের পরিবেশ পরামর্শক মো.মাসুম রেজা জানান,ইকিউএমএস কনসালটিং লিমিটেড এবং সহযোগী প্রতিষ্ঠান বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যায়ন কেন্দ্র (ক্যাপস) সম্মিলিত ভাবে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় ৬৪ জেলা শহরে শব্দের মাত্রা পরিমাপ জরিপের কার্যক্রম এবং সচেতনতামূলক কর্মশালা ধারাবাহিকভাবে বাস্তবায়ন করছে।এরই অংশ হিসেবে বান্দরবানেও কর্মশালার আয়োজন করা হয়।পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয় সুত্রে জানা যায়,তথ্য সংগ্রহ করা এবং শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ বাস্তবায়নে সহায়তা করতে কার্যকর সুপারিশ প্রণয়ন করাই মূলত এই প্রকল্পের উদ্দেশ্য।জেলা শহর পরিবেষ্টিত শব্দের মাত্রা জরিপ করার জন্য কর্মশালায় ৫টি স্থান কে জরিপ করার জন্য প্রস্তাব করা হয়।এলাকাগুলো হলো বান্দরবান সদর হাসপাতাল এলাকা কে নীরব এলাকা,সার্কিট হাউজ এলাকা কে আবাসিক এলাকা,বান্দরবান সরকারি কলেজ এলাকা কে মিশ্র এলাকা,ট্রাফিক মোডকে বানিজ্যিক এলাকা এবং যেকোনও শিল্প এলাকা বা বিসিক এলাকা কে শিল্প এলাকাকে প্রস্তাবিত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!