রোয়াংছড়ি থানা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পুলিশ সুপার জেরিন আখতার,বিপিএম


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :২০ জুলাই, ২০২২ ৪:২৩ : অপরাহ্ণ 490 Views

রোয়াংছড়ি থানা জামে মসজিদ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৯ জুলাই) পুলিশ সুপার জেরিন আখতার,বিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান।

রোয়াংছড়ি থানা প্রাঙ্গণে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে পুলিশ সুপার জেরিন আখতার রোয়াংছড়ি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নেন।এসময় পুলিশ সুপার সন্ত্রাস,মাদক,কিশোর গ্যাং তৎপরতার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে রোয়াংছড়ি থানাকে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের দিকনির্দেশনা প্রদান করেন।পাশাপাশি তিনি,সন্ধ্যা ৭ টার পর যেসব কিশোর ও যুবকরা অযথা রাস্তায় ঘুরাঘুরি করছে,আড্ডাসহ সংঘবদ্ধ গ্যাং তৈরি করে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে হুশিয়ার করেন।অনুষ্ঠানে রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা,অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরওয়ার, মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইচিংপ্রু মারমাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।পরে পুলিশ সুপার রোয়াংছড়ি থানার মালখানা পর্যবেক্ষণ এবং পরিদর্শন খাতায় স্বাক্ষর করেন।

উল্লেখ্য,রোয়াংছড়ি থানা চত্বরে মসজিদ না থাকায় দীর্ঘদিন ধরে নামাজ আদায়ে কষ্ট পাচ্ছিলো থানায় কর্মরত মুসলিম পুলিশ সদস্য এবং আশেপাশের জনসাধারণ।এরই পরিপ্রেক্ষিতে বিষয়টি পুলিশ সুপার জেরিন আখতার,বিপিএম এর নজরে আসার পর পুলিশ সুপারের বিশেষ উদ্যোগে এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হলো।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর