যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে পালিত হলো অমর একুশে


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২২ ফেব্রুয়ারি, ২০২৪ ২:৫৫ : পূর্বাহ্ণ 220 Views

যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে পালিত হলো অমর একুশে।বুধবার একুশের প্রথম প্রহরে বান্দরবানের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সকল শ্রেণী পেশার মানুষ।রাত ১২.০১মিনিটে বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি।পরে জেলা পরিষদ এর চেয়ারম্যান ক্যশৈহ্লা,জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন,পুলিশ সুপার সৈকত শাহীন শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করেন।এরপরই পর্যায়ক্রমে বান্দরবান পৌরসভা,সিভিল সার্জন কার্যালয়,উন্নয়ন বোর্ড,রেডক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন রাজনৈতিক দল,সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।এসময় শহীদ মিনারে হাজারো মানুষ শ্রদ্ধা জানাতে ভীড় করেন।

দিবসের প্রথম প্রহরে সুর্য উদয়ের সাথে সাথে প্রভাত ফেরির র‌্যালি শুরু হয়।প্রভাত ফেরির র‌্যালিতে বিভিন্ন সরকারী বেসরকারি কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেয় এবং বান্দরবানের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ভাষার জন্য প্রাণ দেওয়া শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।এছাড়াও মহান ২১ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে সুন্দর হাতে লিখা,চিত্রাংকণ প্রতিযোগিতা এর পুরষ্কার বিতরন,সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!