মোবাইল কোর্টের এক অভিযানেই তরমুজের দাম কমলো দেড় থেকে দুইশো টাকা!


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২০ মার্চ, ২০২৪ ৪:৫৯ : অপরাহ্ণ 433 Views

পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্যের ঊর্ধগতি নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বান্দরবান জেলা প্রশাসন।বুধবার (২০ মার্চ) জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহ্ মোজাহিদ উদ্দিন এর সার্বিক নির্দেশনায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।মোবাইল কোর্টের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) শেখ আব্দুল্লাহ আল মামুন।এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় আব্দুর রহিম নামে এক মুদি দোকানদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনাকালে বিজ্ঞ ম্যজিস্ট্রেট পাইকারী ও খুচরা বাজারে যথাযথভাবে যাতে ভাউচার/রসিদ সংরক্ষণ করা হয় এবং কেউ যাতে অবৈধ ভাবে মজুদ না করে সে বিষয়ে সতর্ক করেন।এসময় আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।এদিন মোবাইল কোর্টের এক অভিযানেই ছোট যে তরমুজ ৩০০ টাকায় বিক্রি হতো তা ২৬০ টাকা,মাঝারি যে তরমুজ ৪০০ টাকা ছিলো তা তিনশো টাকা এবং আকারে বেশ বড় যে তরমুজ ৪৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হতো তা এক লাফে ৩০০ থেকে ৩২০ টাকায় নেমে আসে।গড়ে প্রতিটি তরমুজের দাম কমেছে দেড়শো থেকে দুইশো টাকা।নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ্ আল মামুন বলেন,পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্যের ঊর্ধগতি নিয়ন্ত্রণ, অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রয় রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।কোনও অনিয়ম হলে এবং লাগামহীন মূল্য বৃদ্ধি করলে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহন করবে।এদিকে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত রাখতে দাবি জানিয়েছে স্থানীয় জনসাধারন।তাদের দাবী,অভিযানের পর কয়েকদিন বাজার মূল্য নিয়ন্ত্রনে থাকে পরে আবারও অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম বাড়িয়ে দেয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর