মুজিব শতবর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে “দাবালীগ-২০২১” এর উদ্বোধন


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় :১৭ ডিসেম্বর, ২০২১ ৪:৫৯ : অপরাহ্ণ 625 Views

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী-মুজিববর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দাবালীগ”২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে বান্দরবান জেলা পুলিশ ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সার্বিক ব্যাবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং দাবালীগ-২০২১ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) মো.জাকির হোসেন (পিপিএম)।পরে জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার (বিপিএম) উদ্বোধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন।সভায় প্রধান অতিথি বলেন,পুলিশ মহাপরিদর্শক ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সম্মানিত সভাপতি ড.বেনজীর আহমেদ (বিপিএম-বার) এর হাত ধরেই এদেশে আগামীতে দাবা খেলাটি বহুদূর এগিয়ে যাবে।মুজিব শতবর্ষ উপলক্ষে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করা হলেও পরবর্তীতে প্রতি বছরই দাবা প্রতিযোগিতার আয়োজন করা হবে।অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল কুদ্দুস ফরাজী (পিপিএম),আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ,অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল,অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরওয়ার,জেলা ক্রীড়া কর্মকর্তা মাইন উদ্দিন মিলকি,জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রশীদ,জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো.নাছির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক কৃতী খেলোয়াড় ও জেলা ক্রীড়া সংস্থার বক্সিং দলের কোচ মাহফুজুর রশীদ বাচ্চু।তিনদিনব্যাপী আয়োজিত টুর্নামেন্টে জেলার ৮ টি দল অংশ নিচ্ছে।টুর্নামেন্টের প্রধান অরবিটার হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ দাবা ফেডারেশনের তরিকুল ইসলাম তারেক।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর