

বান্দরবানে বর্ণিল আয়োজনে নানা আনুষ্ঠানিকতায় ইসলামপুর স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩ অক্টোবর) বান্দরবান অফিসার্স ক্লাব মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে টুর্নামেন্ট এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং খেলা উপভোগ করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।এসময় প্রধান অতিথির বক্তব্যকালে অধ্যাপক থানজামা লুসাই বলেন,একটি মাদক ও সন্ত্রাসমুক্ত যুব সমাজ গঠনে ক্রীড়ার কোনও বিকল্প নাই।খেলাধুলা সমাজের শৃঙ্খলা,ঐক্য ও সম্প্রীতির প্রতীক।এটি তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে এবং সুস্থ মানসিকতা গড়ে তোলে।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও ক্রীড়া বিষয়ক কনভেনিং কমিটির আহ্বায়ক এড.উবা থোয়াই মার্মা,জেলা পরিষদ সদস্য মো.নাছির উদ্দিন প্রমূখ।
টুর্নামেন্ট এর প্রথম ও উদ্বোধনী খেলায় কিংস অব বনরুপা কে ৩-১ গোলে পরাজিত করে শুভ সূচনা করে কালাঘাটা জিটিএল ক্লাব।সর্বোচ্চ দুটি গোল করে কালাঘাটা জিটিএল ক্লাবের মান্নান ম্যান অব ম্যাচ নির্বাচিত হয়েছেন।এছাড়াও জিটিএল এর অলিউল্লাহ্ দলের পক্ষে ১টি গোল করেন।একাধিক সুত্রে জানা যায়,নক আউট পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্ট এ ৩২ টি দল অংশ নিচ্ছে।
ইসলামপুর স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই টুর্নামেন্টজুড়ে সহযোগিতা করছে সেচ্ছাসেবী সংগঠন আনন্দ ফাউন্ডেশন।টুর্নামেন্ট এর চ্যাম্পিয়ন টিম কে ২৫ হাজার এবং রানার্সআপ টিম কে ১৫ হাজার টাকা প্রাইজমানি দেয়ার ঘোষনা দিয়েছে আয়োজক ইসলামপুর স্পোর্টিং ক্লাব।এছাড়া প্রতিটি খেলায় সেরা খেলোয়াড়রা পাবে পুরষ্কার।