এই মাত্র পাওয়া :

শিরোনাম: বান্দরবানে গণসংহতি আন্দোলনের উদ্যোগে ‘জুলাই যোদ্ধাদের কথন’ শীর্ষক আলোচনা সভা মেধাবী শিক্ষার্থী ছাইনুমে মারমার পাশে দাঁড়লো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ জুলাই পুর্নজাগরণঃ রোয়াংছড়িতে জেলা তথ্য অফিসের আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনী বান্দরবানে মাছরাঙা টেলিভিশনের ১৪তম বর্ষপূর্তি উদযাপিত বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত উক্যছাইং মার্মাকে বিমান বাহিনীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন রোয়াংছড়িতে তরুণকে পাথর ছুড়ে মেরে হত্যাঃ লাশ খালে ফেলে দেওয়ার অভিযোগ জুলাই পুনর্জাগরণ ও জুলাই গণঅভ্যুত্থানঃ বান্দরবানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মাদকের বিরুদ্ধে সবাইকে একই কণ্ঠে সোচ্চার হতে হবেঃ ইয়াছমিন পারভীন তিবরীজি


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :২৬ জুন, ২০২২ ৪:৩৬ : অপরাহ্ণ 402 Views

বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেছেন,সরকার মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি ঘোষণা করেছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা (Comprehensive Action Plan) প্রণয়ন ও তা বাস্তবায়ন করছে।

দেশের যুবসমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে সমাজের সকল স্তরে মাদকের কুফল সম্পর্কে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলা প্রয়োজন।রবিবার (২৬ জুন) “মাদক সেবন রোধ করি,সুস্থ সুন্দর জীবন গড়ি” এই প্রতিপাদ্য সামনে রেখে বান্দরবানে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি আরও বলেন,মাদকের বিরুদ্ধে সবাইকে একই কণ্ঠে সোচ্চার হতে হবে।মাদকদ্রব্য পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় সবাইকে বলবো,মাদকের কুফল ও ভয়াবহতার বিষয়ে আমাদের সন্তানদের সর্তক করতে হবে।সফল ও সুন্দর মানুষের প্রত্যয় নিয়ে নিজেদের জীবন গড়ে তুলতে হলে অবশ্যই মাদককে না বলতে হবে।যে মুখে মা-সে মুখে মাদককে কঠোরভাবে না বলতে হবে।আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম,অতিরিক্ত পুলিশ সুপার মো.রেজা সরওয়ার, বান্দরবান সিভিল সার্জন কার্যালয় এর ডা.ফারজানা আলী,নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু উপস্থিত ছিলেন।এছাড়াও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এর উপপরিদর্শক মো.আফজাল হোসেনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এর কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দিবস উপলক্ষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ১৪ শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক,বান্দরবান।এর আগে সকালে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।র‌্যালিটি বান্দরবান জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য,মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২২ উপলক্ষে এসব কর্মসূচির আয়োজন করে বান্দরবান জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
August 2025
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!