

ভিক্ষুক পুনর্বাসনে নানা কার্যক্রম পরিচালনা করছে বান্দরবানের সমাজসেবা অধিদপ্তর।এরই ধারাবাহিকতায় তারুণ্যের উৎসব উদযাপন ২০২৫ উপলক্ষে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের কর্মসূচির আওতায় বান্দরবানে বিভিন্ন উপকরণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।
এসময় তিনি উপস্থিত উপকরণ গ্রহণকৃত ব্যক্তিদের ভিক্ষাবৃত্তি বন্ধ করে নতুন পথে জীবনধারণের জন্য আহ্বান জানান এবং আয়বর্ধনমুলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করার নির্দেশনা দেন।
এসময় জেলা প্রশাসক ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তি পরিহার করে নতুন কর্মসংস্থানের লক্ষ্যে কয়েকজন ভিক্ষুককে গাভী বিতরণ করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামণি,সমাজ সেবা অধিদপ্তরের বান্দরবান কার্যালয়ের উপ-পরিচালক মিল্টন মহুরী,সদর উপজেলা সমাজসেবা অফিসার সত্যজিৎ মজুমদারসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন ওর্য়াড থেকে আগত ভিক্ষুককরা এসময় উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান,তারুণ্যের উৎসব উদযাপন ২০২৫ উপলক্ষে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য বান্দরবানে ভিক্ষুকদের প্রাথমিক তথ্য যাচাই-বাচাই করে ৬৭জনের নামের তালিকা প্রস্তুত করা হয়েছে, আর প্রথম পর্যায়ে ৩০জন ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষ্যে বিভিন্ন উপকরণ প্রদান করা হয়েছে।