বিজ্ঞানমনস্ক প্রজন্ম ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয়ঃ ইয়াছমিন পারভীন তিবরীজি


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :২৯ ডিসেম্বর, ২০২১ ৪:৪৭ : অপরাহ্ণ 426 Views

বাংলাদেশের আত্মসামাজিক অবস্থার উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উদ্ভাবনমূলক কাজে শিশু-কিশোর ও তরুণদের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে হবে,বিজ্ঞানমনস্ক প্রজন্ম ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় এমনটাই মন্তব্য করেছেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।বান্দরবান সদর উপজেলা প্রশাসন আয়োজিত ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ,বিজ্ঞান মেলা এবং ৪৩ তম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২১ উপলক্ষে বিজ্ঞান বক্তৃতা,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন জেলা প্রশাসক,বান্দরবান।২৯ ডিসেম্বর (বুধবার) বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আফরিন মুস্তাফা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.কে.এম জাহাঙ্গীর,জেলা শিক্ষা কর্মকর্তা সরিৎ কুমার চাকমা।এসময় জেলা প্রশাসক আরও বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ২০২১ সালের মধ্যে এ দেশকে পুর্নাঙ্গ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আইসিটি কার্যক্রমকে ত্বরান্বিত করতে স্বল্প,মধ্য ও দীর্ঘ মেয়াদের নানা কর্মসূচি হাতে নিয়েছেন এবং সরকারের দক্ষ নেতৃত্ব সামগ্রিক কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন।বর্তমানে আইটি প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে।প্রযুক্তিগত উন্নয়নের ফলে দেশ আজ অনেক ক্ষেত্রে সমৃদ্ধ।সরকারের এ যাত্রা অব্যাহত রাখতে হলে বিজ্ঞান ভিত্তিক মানসম্মত পড়ালেখা করে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হয়ে গড়ে উঠতে হবে।অনুষ্ঠানে শিক্ষক,শিক্ষার্থী,প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।এবারের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে সিনিয়র বিভাগে “বান্দরবান মডেল টাউন” উদ্ভাবন করে প্রথম স্থান অর্জন করে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।জুনিয়র বিভাগে “পৃথিবী তে স্বর্গ” উদ্ভাবন করে বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে।বিজ্ঞান বক্তৃতায় সিনিয়র বিভাগে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সঞ্চ‌িতা দাশ প্রথম স্থান অর্জন করে।জুনিয়র বিভাগে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তুলি চক্রবর্তী প্রথম স্থান অর্জন করে।এছাড়াও বিশেষ গ্রুপে “রাবার বেন্ড পাওয়ার বোট” উদ্ভাবন করে প্রথম স্থান অর্জন করে সূর্যমুখী শিশু কিশোর সংগঠন।উল্লেখ্য দুইদিন ব্যাপী অনুষ্ঠিত এই বিজ্ঞান মেলার সার্বিক পৃষ্ঠপোষকতা করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর (বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়)।এবারের মেলায় দুটি বিভাগে বান্দরবান জেলা ও উপজেলার ১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!