

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বান্দরবান মেট্রো হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্যোগ ও সহযোগিতায় বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৯ জানুয়ারি) সকালে চিকিৎসা ক্যাম্প এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৩০০ নং আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বান্দরবান জেলা বিএনপির আহবায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী।বান্দরবান পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফুর রহমান এর সার্বিক তত্বাবধানে আয়োজিত চিকিৎসা ক্যাম্প উদ্বোধনকালে বান্দরবান সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,যুগ্ন আহ্বায়ক সা শৈ প্রু,মুজিবুর রশিদ,নেজাম চৌধুরী,জেলা মহিলা দল সভাপতি কাজি নিরুতাজ বেগম,জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আমিত তঞ্চঙ্গ্যা প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় উদ্বোধনকালে বিএনপি চেয়ারপারসন এর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।পরে রাজপুত্র সাচিং প্রু জেরী চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন এবং চিকিৎসা সেবা নিতে আগতদের খোঁজখবর নেন।এসময় তিনি বিএনপি চেয়ারপারসন এর রুহের মাগফেরাত কামনার পাশাপাশি আয়োজন সংশ্লিষ্ট সকলকে এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং ভূয়সী প্রশংসা করেন।এদিকে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজনের সার্বিক তত্বাবধানে থাকা আশরাফুর রহমান জানান,বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এই চিকিৎসা ক্যাম্পে এখন পর্যন্ত পাঁচ শতাধিক মানুষ কে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষুধ বিনামূল্যে প্রদান করা হয়েছে।
ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক এই ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন।স্থানীয়রা জানান,এ ধরনের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অসহায় মানুষের জন্য অত্যন্ত উপকারী এবং এলাকাবাসীর জন্য বাস্তব সহায়তা হিসেবে উপকৃত করেছে।







