বিএনকেএস এর বাস্তবায়নে “বিবাহ রেজিস্টার প্রণয়ন,বাল্যবিবাহ ও পারিবারিক নির্যাতন” প্রতিরোধে সংলাপ সভা অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :৬ ফেব্রুয়ারি, ২০২২ ৫:২৮ : অপরাহ্ণ 558 Views

বিবাহ রেজিস্টার প্রণয়ন,বাল্যবিবাহ ও পারিবারিক নির্যাতন প্রতিরোধে প্রথাগত হেডম্যান,কারবারী,জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের করণীয় শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ ফেব্রুয়ারি) সকালে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা কর্মসূচি প্রকল্পের আওতায় জেলা শহরের মাস্টার গেস্ট হাউজের কনফারেন্স হলরুমে সংলাপটি অনুষ্ঠিত হয়।মানুষের জন্য ফাউন্ডেশন ও সিডার সহযোগিতায় আয়োজিত সংলাপ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান ও জ্যোষ্ঠ হেডম্যান রাজু মং মার্মা।বিএনকেএস সভানেত্রী নেমকিম বম এর সভাপতিত্বে আয়োজিত সংলাপ সভায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলার নারী ভাইস-চেয়ারম্যান ও নারী নেত্রী মিসেস য়ইসা প্রু মার্মা।দুর্নীতি প্রতিরোধ কমিটি বান্দরবান জেলার সভাপতি অংচ মং মার্মা,হেডম্যান সানুপ্রু মার্মা,দৈনিক প্রথমআলোর জেলা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা,আইনজীবী মাধবী মারমা,বিএনকেএস ম্যানেজার ক্যবাথোয়াই মার্মা,হেডম্যান পারিং ম্রো এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।এছাড়াও এনজিও প্রতিনিধি তহ্জিংডং এর প্রোগ্রাম ডিরেক্টর মো.জিয়া উদ্দিন,নির্বাচিত জনপ্রতিনিধি,মানবাধিকার সংস্থাগুলোর পদস্থ প্রতিনিধিগণ সংলাপ সভায় উপস্থিত ছিলেন।বিএনকেএস এর প্রজেক্ট কো-অর্ডিনেটর উবানু মার্মার উপস্থাপনা ও সার্বিক তত্ত্বাবধানে এবং প্রোগ্রাম অফিসার মুমু রাখাইন এর ব্যবস্থাপনায় সংলাপ প্রাণবন্ত সংলাপ সভাটি অনুষ্ঠিত হয়।সভায় বিবাহ রেজিষ্টারকে অত্যন্ত সময় উপযোগী এবং প্রয়োজনীয় একটি সামাজিক ও পারিবারিক ব্যবস্থাপনা বলে উল্লেখ করেন আলোচকরা।বিবাহ রেজিষ্টারের গুরুত্ব তুলে ধরে আলোচকরা বলেন,পার্বত্য অঞ্চলে বসবাসরত জাতি গোষ্ঠীর অনেকেরই বিবাহ রেজিষ্টার করছে না।অথচ বিবাহ রেজিষ্টার থাকলে বাল্য বিবাহ,নারী নির্যাতন,বিবাহ বিচ্ছেদসহ নারীর প্রতি সহিংসতার পরিমাণ ও সংখ্যা অনেকাংশে কমে আসত।জনসচেতনতার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংলাপ সভার আলোচকরা এসময় বিবাহ রেজিস্টার কে জনপ্রিয় একটি বৈবাহিক পন্থা হিসেবে দ্রুততর সময়ে পাহাড়ের গ্রাম ও পাড়া পর্যায়ে ছড়িয়ে দিতে হলে বিভিন্ন এলাকার দায়িত্বশীল হেডম্যান,কারবারী,নির্বাচিত জনপ্রতিনিধি থেকে শুরু করে সাংবাদিক,বেসরকারি সংস্থা সর্বোপরি মানবাধিকার সংস্থা গুলোকেও সহায়ক ভূমিকা পালনের আহবান জানান।পাশাপাশি সংলাপ সভায় উপস্থিত অংশগ্রহণকারীরা এসময় বিবাহ বিচ্ছেদ কে নিরুৎসাহিত করে যথাযথ পারিবারিক জীবন ব্যাবস্থা কিভাবে গড়ে তোলা যায় এবং পারিবারিক সম্পর্কের ভিত্তি ও বন্ধন কিভাবে অটুট রাখা যায় তা নিয়েও গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!