

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২৬ উপলক্ষে বান্দরবানে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।সোমবার (২৬ জানুয়ারি) সকালে বান্দরবান সদর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এবং নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট,ঢাকা-এর বাস্তবায়নে বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শামীম আরা রিনি।সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মারুফা সুলতানা খান হীরামনির সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত থেকে প্রিজাইডিং অফিসার,সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নির্বাচন সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রহমান।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আবু তালেব,জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল আলম এবং সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে প্রিজাইডিং অফিসার,সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নির্বাচনসংক্রান্ত আইন,ভোটগ্রহণ পদ্ধতি, দায়িত্ব ও কর্তব্য,ভোটকেন্দ্র ব্যবস্থাপনা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করছেন প্রশিক্ষকেরা।প্রশিক্ষণ কর্মশালাটি চলবে (২৭ জানুয়ারি) বিকেল পর্যন্ত।বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২৬ উপলক্ষে এবার চারজন প্রার্থী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন।সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার লক্ষ্যে ১৮৭ জন প্রিজাইডিং অফিসার,৭৩২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১ হাজার ৫০৫ জন পোলিং অফিসার এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।এর আগে গত রবিবার রোয়াংছড়ি উপজেলাতেও প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়।







